সিউড়িতে অশান্তির ঘটনায় স্থানীয় যুব তৃণমূল নেতা বাবু আনসারি-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ।
সিউড়ির মিনিস্টিল এলাকায় অশান্তির ঘটনায় যুব তৃণমূল নেতা বাবু আনসারি-সহ ২০ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বীরভূমের পুলিশ সুপার আমনদীপ এই তথ্য জানান।
আরও পড়ুন:
সিউড়ির মিনিস্টিল এলাকায় মঙ্গলবার অশান্তি বাধে। অভিযোগ, দুই দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়েন পুলিশকর্মীরা। সেই ঘটনা নিয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার। তিনি জানান, এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৩ জন মহিলা এবং ৭ জন পুরুষ রয়েছেন।
পুলিশ সুপারের দাবি, ধৃত অভিযুক্তদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে রসুলউদ্দিন আনসারি এবং মাল্লু আনসারির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি, সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় আমির আনসারিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জেরে পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে এবং তদন্ত শুরু করেছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার বাবু যুব তৃণমূলের মল্লিকপুর অঞ্চল সভাপতি।