Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ধৃত যুবক

মাওবাদীদের নাম করে হুমকি

মাওবাদীদের নাম করে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় আড়শা থানা এলাকার পিসকাপাহাড়ি গ্রাম থেকে শিবু সোরেন ওরফে মাঝি নামের ওই যুবককে ধরা হয়। পুলিশ জানিয়েছে, সে ওই গ্রামেরই বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০০:৪৫
Share: Save:

মাওবাদীদের নাম করে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় আড়শা থানা এলাকার পিসকাপাহাড়ি গ্রাম থেকে শিবু সোরেন ওরফে মাঝি নামের ওই যুবককে ধরা হয়। পুলিশ জানিয়েছে, সে ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি অযোধ্যা পাহাড় লাগোয়া আড়শা থানা এলাকার চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েত প্রধানের মোবাইলে একটি মেসেজ আসে। তাতে প্রাণের হুমকি দিয়ে কয়েক দিনের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকা চাওয়া হয়েছিল। পরের দিন ফের একই মেসেজ আসায় পঞ্চায়েত প্রধান ঘাবড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

তদন্তে নেমে পুলিশ দেখে, যে মোবাইল নম্বর থেকে মেসেজটি এসেছে সেটি অন্ধ্রপ্রদেশের। কিন্তু আপাতত টাওয়ার লোকেশন আড়শার। এর পরেই পুলিশ মোবাইলের ব্যবহারকারীকে পিসকাপাহাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশে জানিয়েছে, ধৃত শিবু পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে বেশ কিছুদিন তিনি অন্ধ্রপ্রদেশে ছিলেন। সেই সময়ে অন্য এক জনের এই সিমকার্ডটি ব্যবহার করতেন শিবু। সম্প্রতি বাড়ি ফেরার সময়ে সিম কার্ডটি নিয়ে আসেন।

জেলা পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, ‘‘মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছ।’’ রবিবার আদালতে ধৃতের দু’দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে।

অন্য বিষয়গুলি:

Maoists Panchayat Chief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE