আজ, শুক্রবার পুরুলিয়ার কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হবে। জেলার মোট ১২টি কলেজে নির্বাচন হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই ছটি কলেজের ছাত্র সংসদের দখল নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তার মধ্যে পাঁচটি কলেজের সব ক’টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসকদলের ছাত্র সংগঠন। পুলিশ ও প্রশাসনের তরফে দাবি, যে কোনও ধরণের অশান্তি মোকাবিলায় তারা তৈরি।
যে ছ’টি কলেজে ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদ দখল করেছে, সেই কলেজগুলি হল নিতু়ড়িয়া পঞ্চকোট মহাবিদ্যালয়, পুঞ্চার লৌলাড়া রামানন্দ শতবার্ষিকী কলেজ, মানবাজারের মানভূম মহাবিদ্যালয়, বলরামপুর কলেজ ও বরাবাজার বিক্রম টুডু স্মৃতি কলেজ এবং রঘুনাথপুর কলেজ। রঘুনাথপুর কলেজের ৪২টি আসনের মধ্যে ৩৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছ’টি কলেজ শাসকদলের ছাত্র সংগঠন দখল করলেও পুরুলিয়া নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ের নির্বাচনে কোনও আসনেই প্রার্থী দিতে পারেনি। ২০১৪ সালের ছাত্রী সংসদ নির্বাচনে এই কলেজ দখল করেছিল ডিএসও। এই কলেজের মোট ২১টি আসনের মধ্যে ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ডিএসও। বাকি ১২টি আসনে লড়াই হবে এসএফআইয়ের সঙ্গে। কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে ১৮টি আসনের মধ্যে ছ’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বাকি আসনগুলিতে লড়াই হবে।
লালপুর মহাত্মা গাঁধী কলেজে জোর লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল ছাত্র পরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই কলেজের ২২টি আসনের মধ্যে দু’টি তৃণমূল ছাত্র পরিষদ ও একটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে। বাকি ১৯টি আসনে আজ লড়াই হবে। পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের ৩৬টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসক দলের ছাত্র সংগঠন। বাকি আসনগুলিতে আজ লড়াই। সুইসা নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের ১২টি আসনেই লড়াই হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy