Advertisement
০২ নভেম্বর ২০২৪
West Bengal Panchayat Election 2023

ব্যালট বাক্স ‘পাহারা’ দিতে গিয়ে বীরভূমে প্রাণ গেল দুই নির্দল কর্মীর, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

ভোট শেষে ব্যালট বাক্স নিয়ে যাতে কারচুপি না হয়, তা নিশ্চিত করতে ভোটকর্মীদের পিছন পিছন যাচ্ছিলেন নির্দল প্রার্থীর ওই দুই সমর্থক।

Two supporters of independent candidate died in road accident

কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিবারের লোকেরা। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বীরভূম শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ০০:৩৩
Share: Save:

ব্যালট বাক্স পাহারা দিতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই নির্দল কর্মীর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সবুর শেখ এবং রহমত শেখ।

মুরারই বিধানসভার মিত্রপুর গ্রাম থেকে ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্স গাড়িতে নিয়ে ভোটকর্মীরা ডিআরসি সেন্টারের দিকে যাচ্ছিলেন। সেই গাড়ি পাহারা দেওয়ার জন্য পিছন পিছন মোটরবাইকে করে যাচ্ছিলেন সবুর এবং রহমত। ভোট শেষে ব্যালট বাক্স নিয়ে যাতে কারচুপি না হয়, তা নিশ্চিত করতে ভোটকর্মীদের পিছন পিছন যাচ্ছিলেন নির্দল প্রার্থীর ওই দুই সমর্থক।

আচমকা একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ দুটি উদ্ধার হয়েছে। তবে ঘাতক গাড়িটির হদিস পাওয়া যায়নি এখনও। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE