পুলিশ-প্রশাসন ‘নিরপেক্ষ’ ভূমিকা পালন করলে আসন্ন বিধানসভা নির্বাচনে বীরভূম জেলায় ১১টি বিধানসভা আসনের মধ্যে ৮টিতেই বিজেপি জয়ী হবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিকে ‘দিবাস্বপ্ন’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
শনিবার সিউড়ির বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা দাবি করেন, “জেলায় নানুর, লাভপুর, বোলপুর, হাঁসন, মুরারইয়ে ভোট হয় না। এই জেলায় পুলিশকে নিরপেক্ষ করে ভোট হলে ১১টার মধ্যে ৮টা আসনেই জিতবে বিজেপি।” শুভেন্দু জানান, গত বছর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, ময়ূরেশ্বর-সহ জেলার বেশ কিছু বিধানসভা কেন্দ্রে এগিয়ে থেকেছে বা তৃণমূলকে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি। তবে, লোকসভা নির্বাচনেও জেলার সার্বিক জনমতের প্রকাশ হয়নি বলে দাবি করেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘জেলার পুলিশ-প্রশাসন নির্বাচনের সময় তৃণমূলের হয়ে কাজ করে।’’
শুভেন্দুর দাবি প্রসঙ্গে জেলা পুলিশ প্রতিক্রিয়া দেয়নি। তবে, তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, “প্রতি বছরই ভোট এলে এমন নানা কথা বিজেপি নেতাদের মুখে শোনা যায়। ভোটের সময় রাজ্য পুলিশকে কার্যত ব্রাত্য করে রাখা হয়। কেন্দ্রের আধা সামরিক বাহিনী দিয়েই ভোট পরিচালিত হয়।’’ বিকাশের কটাক্ষ, ‘‘ওঁরা চাইলে সেনা নামিয়েও ভোট করাতে পারেন, কিন্তু তাতে ফল বদলাবে না। জেলায় যে একটি আসন বিজেপির আছে, সেটাও ’২৬-এ থাকবে না।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)