টানা লোডশেডিংয়ের প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন গ্রামবাসী। কিন্তু পুলিশ অবরোধ তুলতে গিয়ে লাঠিচার্জ করে বলে অভিযোগ। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার শাসপুর গ্রামে। গ্রামবাসীর অভিযোগ, ইন্দাস থানা এলাকার শাসপুর, নতুনবাজার, পলাশি, হলদির মতো বেশ কিছু গ্রামে দীর্ঘদিন ধরেই লোডশেডিংয়ের সমস্যা চলছে। দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। তারই প্রতিবাদে বেশ কিছু গ্রামের বাসিন্দা ইন্দাস-বর্ধমান রাস্তায় শাসপুর গ্রামে বিকেল থেকে পথ অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। এক আন্দোলনকারীর কথায়, “পুলিশ লাঠিপেটা করে আন্দোলন তুলে দেয়। কয়েক জন জখমও হয়েছেন।” পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ দফতরের কর্মীদের একটি গাড়ি ঘেরাও করে রেখেছিলেন আন্দোলনকারীরা। সেই গাড়িটি উদ্ধার করতেই আন্দোলনকারীদের তাড়া করা হয়েছিল। লাঠিপেটা করা হয়নি। ইন্দাস থানা এলাকায় টানা লোডশেডিংয়ের সমস্যা কেন হচ্ছে তা খতিয়ে দেখতে বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুখেন বিদ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy