Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আলো বদলে রেলের সাশ্রয় দু’কোটি টাকা

দু’বছরে সাশ্রয় প্রায় দু’কোটি টাকা। সৌজন্যে শুধু সাবেকি বাল্ব বদলে এলইডি আলো লাগানো।স্টেশন, রেলকর্মীদের আবাসন, রেলের কলোনি— সর্বত্র পুরানো আলো বদলে এলইডি লাগিয়ে প্রায় বিদ্যুতের বিলে এমন সাশ্রয় করেছে আদ্রার রেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে এই দাবি করেছেন ডিআরএম (আদ্রা) অনশূল গুপ্ত।

নিজস্ব সংবাদদাতা
আদ্রা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৯
Share: Save:

দু’বছরে সাশ্রয় প্রায় দু’কোটি টাকা। সৌজন্যে শুধু সাবেকি বাল্ব বদলে এলইডি আলো লাগানো।

স্টেশন, রেলকর্মীদের আবাসন, রেলের কলোনি— সর্বত্র পুরানো আলো বদলে এলইডি লাগিয়ে প্রায় বিদ্যুতের বিলে এমন সাশ্রয় করেছে আদ্রার রেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে এই দাবি করেছেন ডিআরএম (আদ্রা) অনশূল গুপ্ত। রেল সূত্রের খবর, বিদ্যুতের বিলে সাশ্রয় টাকার অঙ্কে এক কোটি পঁচানব্বই লক্ষ। আদ্রার সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার ভাস্কর বলেন, ‘‘পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম থেকে বিদ্যুৎ নেয় রেল। আগের তুলনায় এ বারে আমরা প্রায় দু’কোটি টাকা বাঁচাতে পেরেছি।’’

রেল সূত্রের খবর, বিদ্যুতের বিলের বিশাল বহর দেখে বছর দুয়েক আগে একটু একটু করে সমস্ত জায়গাতেই এলইডি আলো লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কর্মীদের জন্য স্বল্পমূল্যে এলইডি বাতির বন্দোবস্ত করা হয়। কর্মীরাই সেগুলি কিনে আবাসনে লাগিয়েছেন। রেল সূত্রের খবর, ২০১৫-র গোড়া থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত রেল আবাসনে এলই়ডি লাগানো হয়েছে কমবেশি পঁচিশ হাজার। রেল কর্মীদের সংগঠন মেনস কংগ্রেসের নেতা সুব্রত দে বলেন, ‘‘আবাসনের বিদ্যুতের খরচ কর্মচারিদেরই বহন করতে হয়। এলইডি বাতি লাগানোয় বিদ্যুতের বিল যেমন কম আসছে, সামগ্রিক বিদ্যুৎ ব্যবহারও কম হচ্ছে।’’

আবাসনের পাশপাশি স্টেশনগুলিতেও পুরনো বাতি বদলে এলইডি লাগানো হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় তেরোশো এলইডি বাতি লাগানো হয়েছে বিভিন্ন স্টেশনে। আদ্রা ডিভিশনের এক কর্তা জানান, স্টেশনগুলিতে প্রায় ১২ ঘণ্টা লাগাতার আলো জ্বলে। নতুন বাতি সে ক্ষেত্রে ভাল রকমের সাশ্রয় করছে। রেলের দাবি, ২০১৫ সালে আদ্রা ডিভিশনে বিদ্যুৎ ব্যবহার হয়েছিল ২ কোটি ২২ লক্ষ ২১ হাজার ৫৪২ কিলো ওয়াট। এলইডি বাতির দৌলতে সেটি কমে দাঁড়িয়েছে ২ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার ৫৭ কিলোওয়াটে। সাশ্রয় হয়েছে ২৪ লক্ষ ৫৩ হাজার ৪৮৫ কিলোওয়াট। বিলে সেটাই সাশ্রয় করেছে প্রায় দু’কোটি টাকা।

আদ্রা ডিভিশনের সমস্ত স্টেশনে এলইডি লাগিয়ে বিদ্যুতের বিলে আরও সাশ্রয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান আদ্রার সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার ভাস্কর। শুধু এলইডি বাতি নয়, সৌর বিদ্যুৎ ব্যবহার করে খরচ আরও কমাতে চাইছে আদ্রার রেল কর্তৃপক্ষ। সেই মোতাবেক মডেল স্টেশন জয়চণ্ডী পাহাড়ে সোলার প্ল্যান্ট লাগানো হয়েছে। রেল সূত্রের খবর, ওই স্টেশনে সমস্ত আলোই সৌর বিদ্যুতে জ্বলবে। ভাস্কর জানান, সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের জিএম আদ্রা ডিভিশনে বার্ষিক পরিদর্শনে এসেছিলেন। তাঁর হাত ডিভিশনের অপর স্টেশন বাঁকুড়ার বিষ্ণুপুরেও সোলার প্ল্যান্ট বসানোর কাজ শুরু হয়েছে।

অন্য বিষয়গুলি:

Railway Department Light
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE