Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রবীন্দ্রসপ্তাহ পালনের প্রস্তুতি শান্তিনিকেতনে

বিশ্বভারতীর কর্মি-পরিষদ সূত্রে জানা গিয়েছে, ফি বছরের মতো এ বারও ২২ শ্রাবণ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হচ্ছে কবি প্রয়াণের দিনভরের অনুষ্ঠান।

চর্চা: বিচিত্রায় ২২শে শ্রাবণের তোড়জোড়। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

চর্চা: বিচিত্রায় ২২শে শ্রাবণের তোড়জোড়। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৮:০০
Share: Save:

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠান ও বৃক্ষরোপণের জোর প্রস্তুতি চলছে বিশ্বভারতীজুড়ে।

বৈতালিক, উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, পুস্তিকা প্রকাশ, রবীন্দ্রভবনে প্রদর্শনী, নাটক, বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালিত হবে কবি প্রয়াণ। গুরুদেবের জীবনকালের শেষ চার বছরের বিভিন্ন ছবি, পাণ্ডুলিপি নিয়ে ‘শেষ নাহি যে’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে রবীন্দ্রভবনের বিচিত্রা কক্ষে। জানা গিয়েছে, এই প্রদর্শনীতে গুরুদেবের শেষ সময়ের চিকিৎসার দুটি ‘প্রেসক্রিপশন’ প্রদর্শিত হবে। বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সহকারি কর্মসচিব প্রশান্ত ঘোষ বলেন, “এ বার কবির প্রয়াণ দিবসে এই প্রদর্শনীটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ষাণ্মাসিক পত্রিকাটি প্রকাশ করতে চলেছি সেটিও উল্লেখযোগ্য। তাতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি পাণ্ডুলিপি প্রকাশ করা হচ্ছে।”

বিশ্বভারতীর কর্মি-পরিষদ সূত্রে জানা গিয়েছে, ফি বছরের মতো এ বারও ২২ শ্রাবণ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হচ্ছে কবি প্রয়াণের দিনভরের অনুষ্ঠান। এরপর সকাল ৭টায় উপাসনা গৃহে উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রনাথের গান পরিবেশিত হবে। উপাসনা শেষে সাড়ে আটটায় রবীন্দ্রভবনে বিচিত্রা কক্ষে ‘শেষ নাহি যে’ শীর্ষক একটি প্রদর্শনীর সূচনা করবেন প্রাক্তন অধ্যাপক সুনীতি কুমার পাঠক ও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপনকুমার দত্ত।

প্রদর্শনীতে গুরুদেবের জীবনকালের শেষ চার বছরের প্রায় ৩০টি ছবি প্রদর্শিত হবে। এ ছাড়া, ৩০টি পাণ্ডুলিপি প্রদর্শিত হবে। শেষ জীবনে গুরুদেবের চিকিৎসার দুটি ‘প্রেসক্রিপশন’ এই প্রদর্শনীর উল্লেখযোগ্য। অনুষ্ঠানের মধ্য দিয়েই রবীন্দ্রভবনের ৫৯ তম ষাণ্মাসিক পত্রিকা ‘রবীন্দ্রবীক্ষা’ প্রকাশিত হবে। পত্রিকায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কয়েকটি পাণ্ডুলিপি প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে, এ দিন সকাল ন’টায় চাতকে বিশ্বভারতীর কয়েকটি ত্রৈমাসিক, ষাণ্মাসিক পত্রিকা প্রকাশিত হবে। পরে বিকেল ৪টায় নাট্যঘর সংলগ্ন নতুন সঙ্গীত-কলা ভবন চত্ত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটায় লিপিকা প্রেক্ষাগৃহে কবি স্মরণের আয়োজন করা হয়েছে।

১৬ অগস্ট পর্যন্ত বিশ্বভারতীর বিভিন্ন ভবন, বিভাগের উদ্যোগে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান, খেলাধুলোর মধ্য দিয়ে চলবে ‘রবীন্দ্রসপ্তাহ’ পালন। শেষদিন সন্ধ্যা ৭টায় নাট্যঘরে বর্ষামঙ্গল অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রবীন্দ্রসপ্তাহ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE