লরি গেলে এ ভাবেই রাস্তার ধুলো ওড়ে। নিজস্ব চিত্র
চাতরা পশ্চিম বাজারে রেলগেট থেকে নলহাটি পর্যন্ত ১০ কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ নিয়ে প্রশাসনের কাছে আবেদন করেও রাস্তাটির সংস্কার হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীর একাংশের অভিযোগ, রাস্তায় যে ভাবে ধুলো উড়ছে যে আশাপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা সমস্যায় রয়েছেন। যাতায়াত করার সময়ে ধুলোয় পোশাক নোংরা হয়ে যাচ্ছে। প্রায়ই টোটো ও মোটরবাইকের দুর্ঘটনা ঘটছে।
বাসিন্দারা জানান, একটু বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়। খন্দগুলিতে জল জমে যায়। যাতায়াত করা যায় না। প্রশাসনের কাছে রাস্তা নির্মাণের জন্য বহু বার আবেদন করা হয়। বেশ কয়েক বার রাস্তাঅবরোধও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস দেওয়া হলেও আজও রাস্তাটি বেহাল।সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও স্থানীয়দের একাংশ জানান। তাঁদের কথায়, ‘‘পঞ্চায়েতে নেতা, মন্ত্রী ভোট চাইতে এলে তাঁদের দু’দিন রাস্তার পাশের কোনওবাড়িতে থাকার অনুরোধ জানাব। ধুলোয় শিশু ও বয়স্কদের নানা রোগ হচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা বেড়েই চলেছে। জেলার অন্য রাস্তার সংস্কার হলেও এই রাস্তাটির কেন সংস্কার হচ্ছে না?’’
চাতরা পশ্চিম বাজারের বাসিন্দা ধীমান সাহা, পঞ্চানন উপাধ্যায়েরা বলেন, ‘‘বছর চারেকের বেশি এই অবস্থা। প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত আবেদন করা হয়েছিল। জেলা পরিষদের অধীনে রয়েছে রাস্তাটি। এলাকার মহিলারা বেশ কয়েক বার রাস্তা অবরোধ করলেও রাস্তা মেরামত হয়নি। বর্ষার সময়ে রাস্তার মধ্যে বড় বড় গর্তে জল জমে থাকায় দুর্ঘটনা বেড়ে যায়। সুন্দরপাহাড়ি পাথর শিল্পাঞ্চলের কয়েক’শো ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা সংস্কার না হলে আন্দোলনে নামতে বাধ্য হব।’’
মুরারইয়ের বিধায়ক মোশারফ হোসেন বলেন, ‘‘বেহাল রাস্তার জন্য অনেকেই অভিযোগ জানিয়েছেন। রাস্তাটি নিয়ে জেলা পরিষদের সঙ্গে কথা হয়েছে। রাস্তাটি নির্মাণেরজন্য খুব শীঘ্রই অর্থ বরাদ্দ হওয়ার কথা আছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy