Advertisement
০৫ নভেম্বর ২০২৪

শ্মশানের জন্য ৬ লক্ষ

মৃতদেহ সৎকার করতে গিয়ে বর্ষার মরসুমে এত দিন চরম নাকাল হতে হয়েছে শবযাত্রীদের। বৃষ্টিতে মাঝপথে ঝিলের আগুন নিভে যাওয়ায় আধপোড়া মৃতদেহ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঠাঁই বসে থাকতে হয়েছে তাঁদের।

নানুর শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০০:৫০
Share: Save:

মৃতদেহ সৎকার করতে গিয়ে বর্ষার মরসুমে এত দিন চরম নাকাল হতে হয়েছে শবযাত্রীদের। বৃষ্টিতে মাঝপথে ঝিলের আগুন নিভে যাওয়ায় আধপোড়া মৃতদেহ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঠাঁই বসে থাকতে হয়েছে তাঁদের। এ বারে সেই সমস্যা দূর করতে উদ্যোগী হলেন স্থানীয় বিধায়ক গদাধর হাজরা। তারই এলাকা উন্নয়ন তহবিল খাতে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে ব্লক সংলগ্ন শ্মশানে শেড তৈরি করল নানুর পঞ্চায়েত সমিতি। গদাধরবাবু জানান, এলাকার বড় সংখ্যক মানুষই অর্থাভাবে দূরের উন্নতমানের শ্মশানে শবদাহ করতে যেতে পারেন না। গ্রামের শ্মশানই তাদের ভরসা। তিনি বলেন, ‘‘নিজের অভিজ্ঞতাতেই দেখেছি, বৃষ্টি-বাদলার দিনে ওই শ্মশানে সৎকার করা কতটা সমস্যার। তাই এই সিদ্ধান্ত।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE