—প্রতীকী ছবি
নগদ লেনদেনের দিকে নজরদারি তো রয়েছেই। ভোটের সময় মদেও কড়া নজর নির্বাচন কমিশনের। শুধু বেআইনি মদ ব্যবসায়ীদের বিরুদ্ধেই অভিযান নয়, কমিশনের নির্দেশে জেলায় একই সঙ্গে সরকার অনুমোদিত মদের দোকানেও নজরদারি শুরু হয়েছে প্রশাসনিক তরফে। ভোটারদের প্রভাবিত করা এবং আইনশৃঙ্খলার অবনতি রুখতেই এমন পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
লোকসভা নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ হামেশাই ওঠে। এ ক্ষেত্রে মদ ও নগদ টাকাকে অনেক সময়েই হাতিয়ার করা হয় বলে অভিযোগ। বেআইনি টাকা লেনদেন রুখতে ইতিমধ্যেই নজরদারি শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, নলহাটি এলাকা থেকে হিসাব বহির্ভূত আড়াই লক্ষ টাকা উদ্ধার হয়েছে। অভিযান চলছে। জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু পুলিশি অভিযান নয়, অন্যান্য বারের মতো এ বারও আয়কর দফতরের তরফে অভিযান চলবে। নজরে থাকবে প্রচুর সোনাও। এ সবের সঙ্গেই যে বিষয়টি যুক্ত হয়েছে, তা হল মদে নজরদারি।
আবগারি দফতর সূত্রে খবর, ভোটের সময় আইনশৃঙ্খলার অবনতি রুখতে আগাম সতর্কতা হিসেবে বীরভূমের বিভিন্ন এলাকায় বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান শুরু হয়েছে। কিছু বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে। তবে তার পরিমাণ উল্লেখযোগ্য নয়। পাশাপাশি সরকার অনুমোদিত মদের দোকান থেকে মদ বিক্রিতেও নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মূলত ‘অতি স্পর্শকাতর’ এবং ‘স্পর্শকাতর’ এলাকায় মদ বিক্রির ওঠানামা দেখে কড়া পদক্ষেপ করার পথে হাঁটতে পারে কমিশন। বিশেষ করে, কোথাও আচমকা মদ বিক্রি অস্বাভাবিক বেড়ে গেলে ওই এলাকাকে ‘স্পশর্কাতর’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তও নিতে পারে। কমিশনের নিয়ম মেনে ‘স্পর্শকাতর’ মদের দোকানও চিহ্নিত করা হচ্ছে।
কী ভাবে চিহ্নিত হচ্ছে ‘স্পর্শকাতর’ মদের দোকান?
জেলার আবগারি সুপার বাসুদেব সরকার বলছেন, ‘‘কোনও দোকানে গত গত বছর যে পরিমাণ মদ বিক্রি হয়েছিল, সেখানেই যদি এ বার আগের চেয়ে তিরিশ শতাংশ বেশি বেশি মদ বিক্রি হয়, তা হলে সেই দোকানকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।’’ তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে জেলায় সরকার অনুমোদিত মদের দোকানগুলিতে মদ বিক্রির পরিমাণ সংক্রান্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কমিশনের কাছে পাঠানো হচ্ছে।
জেলা আবগারি দফতর সূত্রে খবর, বীরভূমে সব মিলিয়ে ৩১৫টি অনুমোদিত মদের দোকান রয়েছে। গত ১০ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু হয়েছে। এখনও পর্যন্ত জেলায় বেশ কিছু দোকানকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ঠিকই।
তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতো তেমন কিছু মেলেনি। আবগারি সুপার জানান, কখনও পুলিশের সঙ্গে যৌথ ভাবে, কখনও আবগারি দফতরের তরফে নিয়মিত
অভিযান চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy