অবাধে। শুক্রবার মল্লারপুরে মদের দোকানগুলির একটি। নিজস্ব চিত্র
কোথাও জন সংখ্যা কম থাকায়, কোথাও বা রাজ্য সড়কর তকমা কেড়ে কিছু মদের দোকান বাঁচানো হয়েছে জেলায়। কিন্তু একেবারে জাতীয় সড়কের ধার ঘেঁষে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই শুক্রবার প্রকাশ্য দিনের আলোয় খোলা থাকতে দেখা গেল দু’টি মদের দোকান। রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে মল্লারপুর এলাকার ছবি।
প্রথম দোকানটি রয়েছে মল্লারপুর পেট্রেলপাম্পের কাছে। অন্যটি মল্লারপুর সেতুর ঠিক আগে। অনেকেই এ দিন ওই দু’টি দোকান থেকে ইচ্ছেমতো মদ কিনেছেন। কী ভাবে আবাগরি দফতরের নাকের ডগায় এ ভাবে খোলা রইল দুটি মদের দোকান? জেলা অবগারি সুপার তপনকুমার রায় বলেন, ‘‘এমন ঘটনার কথা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে, আদালতের নির্দেশ অনুযায়ী এমনটা ঘটার কথা নয়।’’
তবে দফতরেরে এক কর্তা আড়ালে বলছেন, রাজ্য সরকারের রাজস্ব যাতে মার না খায় তাই মদের দোকানগুলিকে সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি কিছু দোকান খোলা রাখার মৌখিক অনুমতি নাকি দফতরই দিয়েছে। গত শনিবার জাতীয় সড়ক ও রাজ্য সড়কের পাশে থাকা ৮৩টি মদের দোকান বন্ধ করেছিল দফতর। কিন্তু তার ফলে রাজস্ব তলানিতে চলে যাওয়ায় রাজ্য সড়কের তকমা ঘুচিয়ে কিছু দোকান বাঁচানো হয়। জনসংখ্যার ঘনত্ব কম দেখে সড়ক থেকে ৫০০মিটার পরিবর্তে ২২০মিটারের মধ্যে থাকা মদের দোকান খোলার অনুমতি দিয়েছে রাজ্যের আবগারি দফতর।
তবে জাতীয় সড়কের একেবারে ২০-২৫ মিটারের মধ্যে থাকা মদের দোকান কী ভাবে খোলা রইল তার ব্যাখ্যা মেলেনি। সদুত্তর মেলেনি ওই দুই মদের দোকানের থেকেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy