Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
TMC

Anubrata Mandal: জোট করলে এই আসনও পেত না বাম-কংগ্রেস, বিজেপি-র উচিত রাজপথে ক্ষমা চাওয়া, মত কেষ্টর

মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকেই কলকাতা পুরসভায় সবুজ ঝড়ের ইঙ্গিত মিলতে থাকে। বেলা বাড়তেই তা আরও স্পষ্ট হয়ে যায়।

অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৬:১২
Share: Save:

বাম এবং কংগ্রেস জোট করেনি বলে দু’টি করে আসন পেয়েছে। জোট হলে এটাও পেত না। ফল প্রকাশের দিনে কলকাতার পুরভোটের ফল নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের। শুধু তাই নয়, কলকাতার রাজপথে প্রকাশ্যে দাঁড়িয়ে বিজেপি-র ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকেই কলকাতা পুরসভায় সবুজ ঝড়ের ইঙ্গিত মিলতে থাকে। বেলা বাড়তেই তা আরও স্পষ্ট হয়ে যায়। তৃণমূলের দখলে পুরসভার ১৩৪টি আসন। তৃণমূলের এই সাফল্য নিয়ে অনুব্রতর মন্তব্য, ‘‘যে দিনই কলকাতা পুরসভায় নির্বাচন ঘোষণা হল সে দিনই আমি বলে দিয়েছিলাম, ১৩০-১৩৫টা আসন পাবে। আবার এটা ১৪০-ও হতে পারে।’’

রাজ্যে কিছু দিন আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে জোটের রাস্তায় হেঁটেছিল বাম এবং কংগ্রেস শিবির। তবে কলকাতা পুরভোটে দুই শিবিরই আলাদা লড়াই করার সিদ্ধান্ত নেয়। বিধানসভায় বিলীন হয়ে গেলেও কলকাতা পুরসভায় বাম এবং কংগ্রেসের হাতে এ বার দু’টি করে আসন রয়েছে। পুরভোটে বাম এবং কংগ্রেসের এই ‘সাফল্য’ নিয়ে অনুব্রতর বক্তব্য, ‘‘সিপিএম এবং কংগ্রেস জোট করেনি বলে দু’টি করে আসন পেয়েছে। জোট করলে ওটাও পেত না। কারণ মানুষ ঘৃণার চোখে দেখেছিল বিধানসভার আগে। ওই জন্য বিজেপি অতগুলো আসন পেয়েছিল। বাম-কংগ্রেস যদি জোট না করত তা হলে বিজেপি অত আসন পেত না। এরা অন্তত ১০টা আসন পেত। বিজেপি আরও ১০টা কম পেত। নিশ্চিন্ত থাকুন রাজ্যে আরও যে যে পুরসভায় ভোট হবে তাতে শূন্য পাবে।’’

আরও পড়ুন:

তৃণমূলের জয়ী প্রার্থীদের ভিড়ে টিমটিম করে জ্বলছে বিজেপি। তাদের ঝুলিতে মাত্র তিনটি আসন। এই ফলের পর পদ্মশিবিরের কী কী করা ‘উচিত’ তার তালিকা বেঁধে দিয়েছেন অনুব্রত। অনুব্রতর ‘উপদেশ’, ‘‘বিজেপি-র লজ্জা পাওয়া দরকার। ওদের এখন চুপ করে থাকা উচিত। ভদ্র হওয়া উচিত। মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হওয়া উচিত। জনগণের কাছে কলকাতার রাজপথে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত।’’

অন্য বিষয়গুলি:

TMC BJP Left Congress Kolkata Municipal Election 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy