অসুস্থ: নিজের বাড়িতে অসুস্থ রাজ। নিজস্ব চিত্র
হাসপাতালে ভর্তি করিয়ে, চাঁদা তুলে ওষুধ কিনে অসুস্থ পড়ুয়ার পাশে দাঁড়াল শান্তিনিকেতন থানার পুলিশ। মাস দুয়েক ধরে বুকের যন্ত্রণায় ভুগছিল বোলপুরের সুরশ্রী পল্লির বাসিন্দা বছর পনেরোর রাজ মাহাতো। রাজ পারুলডাঙা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শান্তিনিকেতন থানা পরিচালিত পুলিশ পাঠশালায় নিয়মিত পড়তে আসত রাজ। বাবা দেবেন্দ্র মাহাতো ফুচকা বিক্রি করে সংসার চালান। চিকিৎসা চালানোর অবস্থা ছিল না পরিবারের। এই খবর পেয়ে ওই পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পুলিশ পাঠশালার পুলিশকর্মীরা।
থানারই অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ওষুধ কিনে দেওয়া সহ যাবতীয় দায়ভার নিয়েছেন পুলিশকর্মীরা। এমনকি পুলিশকর্মীরা নিজেরা চাঁদা তুলে আর্থিকভাবেও ওই পরিবারকে নানা ভাবে সাহায্য করেছেন। বর্ধমান ও দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে দু’মাস ধরে চিকিৎসা চলে রাজের। দিন কয়েক হল বাড়ি আনা হয়েছে। কিন্তু, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি রাজ। আবারও চিকিৎসা প্রয়োজন। এ বারও পুলিশ কর্মীরাই চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। এক অসহায় পরিবারের পাশে পুলিশের দাঁড়ানোর ঘটনায় খুশি অনেকেই। শান্তিনিকেতন থানার এক পুলিশ আধিকরিক বলেন, ‘‘যতক্ষণ না রাজ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওর পাশে থাকব। এই ধরনের কাজ আমাদের কর্তব্যের মধ্যেই পরে বলে আমরা মনে করি।’’ আর রাজ মাহাতোর মা ববিতা মাহাতো বলছেন, ‘‘এই সঙ্কটে পুলিশ পাশে না দাঁড়ালে কী হত জানি না। আমরা কৃতজ্ঞ থাকব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy