মুর্শিদাবাদের বহরমপুরের একটি হোম থেকে পালিয়ে আসা দুই বালক ও দুই কিশোরকে উদ্ধার করল রামপুরহাট রেলওয়ের সুরক্ষা বাহিনির কর্মীরা। রবিবার সকালে ওই চারজন রামপুরহাট স্টেশনে ধরা পড়ে। রামপুরহাট স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ভগবাম রাম সন্ত বলেন, ‘‘স্টেশনে সকাল এগারোটা নাগাদ চার জনকে একসঙ্গে অসংলগ্ন ভাবে ঘুরতে দেখে স্টেশনে কর্তব্যরত সুরক্ষা কর্মীদের সন্দেহ হয়। এর পরে ওদেরকে জিজ্ঞাসা করতেই ওরা জানায় বহরমপুরের হোম থেকে পালিয়ে এসেছে। দুপুরে রামপুরহাট চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করে ওদের হোমে পাঠানো হয়েছে।’’ তিনি জানান, প্রত্যেকেই মুর্শিদাবাদের বহরমপুরের কাজি নজরুল আবাসিক হোমে থাকত।
উদ্ধারের পরে এ দিন ওই বালক ও কিশোররা দাবি করে, হোমের মধ্যে তারা বেশি গল্প করলে তাদেরকে মারধর করা হত। সেই জন্য তারা পালিয়েছে।
বিরু টুডু নামে এক কিশোর বলে, ‘‘হোমের প্রাচীরের ধারে গাছে চেপে আমরা প্রথমে বেড়িয়ে আসি। তারপর সোজা রেল লাইন ধরে স্টেশনে। সেখান থেকে আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে আজ রামপুরহাট স্টেশনে চলে এসেছি। স্টেশনে ঘোরাঘুরি করার সময় রেলের সুরক্ষা বাহিনির নজরে পড়ে যাই।’’
রামপুরহাট চাইল্ড লাইনের পক্ষে রিয়াজুল ইসলাম বলেন, ‘‘আগামী মঙ্গলবার সিউড়িতে চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে ওদেরকে পাঠানো হবে। সেখানকার নির্দেশ মতো কাজ করা হবে।’’
মুর্শিদাবাদ জেলা সমাজ কল্যান দফতরের অধীনে ওই হোমটি রয়েছে। দফতরের আধিকারিক শ্যামল মণ্ডল বলেন, ‘‘শনিবার খেলার সময় চারজন পালিয়ে যায়। তবে আমি ঘটনা জানার পরে ব্যবস্থা নিই। আমাদের লোক গিয়েছে আনতে। কর্মী কম রয়েছে বলেই এমনটা হয়েছে।’’ এ দিন তিনি বালক-কিশোরদের মারধরের বিষয়টি মানতে রাজি হননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy