বাঁকুড়ার পথে।—নিজস্ব চিত্র।
দুঃস্থ প্রতিবন্ধীদের ভাতা, সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের সংরক্ষণ বাড়ানো-সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে শনিবার বেলিয়াতোড়ে মিছিল করল বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি। সংগঠনের প্রায় আড়াইশো সদস্য মিছিলে পা মেলান। মিছিল শেষে বেলিয়াতোড় পঞ্চায়েত অফিসের সামনে একটি সভাও করে ওই সংগঠন। সংগঠনের জেলা সভাপতি অজিত বীদ বলেন, “প্রতিবন্ধী হিসেবে যে-সব সুবিধা পাওয়ার কথা, তা আদপে কোথাও মিলছে না। জেলার বহু দুঃস্থ প্রতিবন্ধীই ভাতা পান না। বাসগুলিতেও অন্তত দু’টি করে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ ও বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করতে হবে।’’ এ দিন প্রতিবন্ধী দিবস উপলক্ষে সর্বশিক্ষা মিশনের তরফেও বাঁকুড়া শহরে মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে জেলা প্রশাসনিক ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy