বৈঠক: বোলপুরে। নিজস্ব চিত্র
দলের মহিলা সংগঠন, ১৯ ব্লকের নেতৃত্ব এবং বিধায়কদের নিয়ে সোমবার দুপুরে বোলপুরের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হল। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ওই বৈঠকে সাংগঠনিক নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ২১ জুলাইয়ের প্রস্তুতি, দেওয়াল লিখন, প্রচার নিয়েও সবিস্তার আলোচনা হয়।
বাড়ি বাড়ি গিয়ে হাঁড়ির খোঁজ নিতে বিস্তারক পাঠাচ্ছে বিজেপি। সেই কর্মসূচির পাল্টা হিসেবে তৃণমূলের তরফেও বুথ এবং অঞ্চল সভাপতিদের বাড়ি বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ দিন সাংবাদিকদের প্রশ্নের অনুব্রত মণ্ডল বলেন, ‘‘আমাদের সরকার ভাঁওতা দেয় না। তৃণমূল সততার প্রতীক। রাজ্য সরকার কী কী উন্নয়ন মূলক প্রকল্প নিয়েছে, তা জানাতে আমরাও কর্মসূচি নিয়েছি। কেননা জেলার কেউ খাদ্যসাথী, তো কেউ যুবশ্রী, কেউ কন্যাশ্রী পেয়েছে। আবার কারও গীতাঞ্জলি যোজনায় আবাস হয়েছে। আমরা জানতে চেয়েছি কারা পায়নি এবং কেন পাইনি।’’ জেলায় গ্রামে গ্রামে এ বার কমিউনিটি হল করা হবে বলেও জানিয়েছেন অনুব্রত। সূত্রের খবর, এর জন্য ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ টাকা।
কলেজে অশান্তি নিয়েও এ দিন মুখ খোলেন অনুব্রত। সম্প্রতি হেতমপুর কলেজে ছাত্রভর্তি ঘিরে ধুন্ধুমার বাঁধে। সে প্রসঙ্গ তুলে অনুব্রত বলেন, ‘‘শিক্ষাঙ্গনে হিংসা বরদাস্ত করবে না তৃণমূল। জেলার প্রতি কলেজের ছাত্রনেতাদের ডাকা হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy