শান্তিনিকেতন ট্রাস্টের সম্পত্তি দখলের অভিযোগ উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ট্রাস্টের সম্পাদক অনিল কোনারের অভিযোগ, শান্তিনিকেতনের সুবর্ণরেখা মোড় সংলগ্ন পান্থশালার জমির একটি অংশ বিশ্বভারতী বেড়া দিয়ে ঘিরে রেখেছে। ফলে, দীর্ঘ দিন ধরে ওই জায়গার সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ বন্ধ রয়েছে।
এই বিষয়ে কার্যকরী পদক্ষেপের দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনকে চিঠি দিয়েছেন অনিল। চিঠিতে তিনি লেখেন, “পান্থশালার সম্পত্তি শান্তিনিকেতন ট্রাস্টের আওতাধীন, অথচ বিশ্বভারতীর বেড়ার কারণে সেখানে কোনও সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না।” চিঠিতে তাঁর আরও অভিযোগ, অনেকে সেখানে প্রস্রাব করে স্থানটি দূষিত করছেন যা সৌন্দর্য ও পরিবেশের ক্ষতি করছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতি দূর করতে অবিলম্বে বেড়া অপসারণের দাবি জানিয়েছেন ট্রাস্টের সম্পাদক। তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত বিশ্বভারতীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।