রাস্তায় অধিবেশন আলাপিনী মহিলা সমিতির।
তিন ছাত্রের বহিষ্কার ঘিরে বিশ্বভারতীতে দানা বেঁধে ওঠা আন্দোলনকে এ বার সমর্থন জানাল আলাপিনী মহিলা সমিতি। রবিবার রাস্তার ধারে বসে পালিত হয় ওই সমিতির অধিবেশন। সেইসঙ্গে বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের পাশে থাকার বার্তা দেন সমিতির সদস্যরা।
রবিবার আলাপিনী মহিলা সমিতির অধিবেশন ছিল। শতবর্ষ প্রাচীন ওই মহিলা সমিতি এখন আক্ষরিক অর্থেই ‘গৃহহীন’। কারণ ওই মহিলা সমিতির জন্য যে ঘর বিশ্বভারতীতে ছিল তা তালাবন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। রবিবার তাই রাস্তার উপরেই অধিবেশন হয় ওই মহিলা সমিতির। সমিতির সদস্য মনীষা বন্দ্যোপাধ্যায় সংহতির বার্তা দিয়ে বলেন, ‘‘আলাপিনী মহিলা সমিতির আন্দোলনের পাশে ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা ছিলেন। তাই আমরাও ওদের পাশে আছি। এই মুহূর্তে সর্বস্তরের মানুষ একজোট হয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু দেশের ১০৫ বছরের প্রাচীন এই মহিলা সমিতির সঙ্গে কর্তৃপক্ষ কোনও অবস্থাতেই দেখা করার সৌজন্যটুকু পর্যন্ত দেখাননি।’’ রবীন্দ্র ঐতিহ্যকে বাঁচাতে সারা দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
বোলপুর শহরের বাসিন্দা, বিশ্বভারতীর প্রাক্তন পড়ুয়া এবং আশ্রমিকরা এক জোট হয়ে সোমবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কর্মকাণ্ডের প্রতিবাদে পথে নামতে চলেছে। সেই ধিক্কার মিছিলে যোগ দেওয়ার বার্তা দিয়েছে আলাপিনী মহিলা সমিতিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy