বাঁকুড়া স্বাস্থ্য জেলায় মোট ৩৬ জন ফাইলেরিয়া আক্রান্তের সন্ধান মিলেছে। প্রতীকী ছবি।
ফাইলেরিয়া রুখতে গণ ওষুধ সেবন কর্মসূচি শুরু হয়েছে বাঁকুড়া ও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলাতেও।
বাঁকুড়া স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওএইচ (২) দেবব্রত দাস জানিয়েছেন, বাঁকুড়া স্বাস্থ্য জেলায় মোট ৩৬ জন ফাইলেরিয়া আক্রান্তের সন্ধান মিলেছে। বাঁকুড়া পুরসভা এবং ইঁদপুর, হিড়বাঁধ, ছাতনা ও শালতোড়া ব্লকের মোট সাত লক্ষ ৩১ হাজার ৫১৮ জন মানুষকে এই ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার শুধুমাত্র সোনামুখী পুরসভায় এই কর্মসূচি নেওয়া হচ্ছে।
বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিজয়প্রসাদ মুখোপাধ্যায় বলেন, “ছ’টি ব্লকে ফাইলেরিয়া নির্ণয়ের শিবির হয়েছিল। কেবল সোনামুখী পুরশহরেই দু’জন রোগী চিহ্নিত হয়েছেন।’’ সোনামুখী শহরের প্রায় ২৯ হাজার মানুষকে ওই ওষুধ খাওয়ানো হবে। সোনামুখী পুরভবনে গণ ওষুধ সেবন কর্মসূচি শুরুর অনুষ্ঠানে ছিলেন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক, বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান প্রমুখ। সোনামুখীর বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুলের পড়ুয়ারা ফাইলেরিয়া নিয়ে সচেতনতার পদযাত্রায় যোগ দেয়। স্কুলের প্রধান শিক্ষক মনরঞ্জন চোংরে জানান, ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে পড়ুয়াদের নিয়ে বসেআঁকো প্রতিযোগিতা এবং কুইজ় হয়। ছাত্রদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) অরবিন্দ হালদার। বাঁকুড়ায় পাঁচ ফাইলেরিয়া আক্রান্তকে পায়ের যত্ন নিতে সরঞ্জাম দেওয়া হয়েছে। ইঁদপুরের ভেদুয়াশোল উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির সূচনায় ছিলেন বিডিও (ইঁদপুর) সৌমেন দাস, বিএমওএইচ (ইঁদপুর) কাজল দে, ইঁদপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পার্থসারথী পাত্র প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy