দেওয়াল দখল হলেও নাম নেই কংগ্রেস প্রার্থীর। ভুবনডাঙায়। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
বাকিদের প্রার্থী ঘোষণা হয়েছে অনেক আগেই। এমনকী তাদের কর্মিসভা, দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষাও চলছে জোরকদমে। এ সব থেকে বোলপুর লোকসভা কেন্দ্রে এখনও দূরে রয়েছে কংগ্রেস। এই কেন্দ্রের দু-একটি জায়গায় শুধুমাত্র দেওয়াল দখল করে রেখেছেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। প্রকাশ্যে কেউ কিছু না বললেও, প্রচার শুরু কবে হবে প্রশ্ন কর্মী-সমর্থকদের।
তবে আর একটি কেন্দ্র বীরভূমে চিত্রটা অন্য রকম। সেখানে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম সব দলই নিজ নিজ প্রার্থীদের নিয়ে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। দফায় দফায় চলছে কর্মিসভা, বাড়ি বাড়ি গিয়ে প্রচার। বৃহস্পতিবার মুরারই এলাকায় কর্মিসভা করলেন বীরভূম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। কর্মিসভা শেষে মিছিলও করেন দলের লোকেরা। সেখানে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আইএনটিইউসি’র জেলা সভাপতি মিল্টন রসিদ-সহ মুরারই ১ ও ২ ব্লকের বহু কর্মীসমর্থক। কিন্তু বোলপুর কেন্দ্রে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছেন দলীয় কাউন্সিলর থেকে কর্মীসমর্থক। চোখের সামনে তৃণমূল, সিপিএম, বিজেপি প্রচার চালিয়ে যাচ্ছে বলে মুখ ভার কংগ্রেসের কর্মী-সমর্থকদের। কারণ, এই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি শীর্ষ নেতৃত্ব।
শীর্ষ নেতৃত্ব নাম ঘোষণা না করলেও লোকের মুখে মুখে ঘুরছে দু’টি নাম। এই কেন্দ্র থেকে গত বার প্রতিদ্বন্দ্বিতা করা কগ্রেস বিধায়ক অসিত মাল এবং বোলপুরের চিকিৎসক মোহিত সাহা। এই কেন্দ্রের প্রার্থী ঘোষণা না হওয়ায় কর্মী-সমর্থকদের মনোবল খানিকটা হলেও ভেঙেছে বলে দাবি জেলা নেতৃত্বের। পিছিয়ে থাকলেও নাম ঘোষণার সঙ্গে সঙ্গে যাতে প্রচার শুরু করে দিতে পারেন, সে জন্য তৈরি কর্মী-সমর্থকেরা। ব্লক সভাপতির এলাকা বোলপুর শহরের একাধিক ওয়ার্ডে দেওাল লিখনের জায়গায় বেদখল হবে ভেবে ‘ভোট ফর কং’, কোথাও দলীয় প্রতীক দিয়ে নামের অংশটুকু বাদ রেখেছেন স্থানীয় নেতৃত্ব। বোলপুর পুর-এলাকার ৫ নম্বর ওয়ার্ডের গুরুপল্লি, সুকান্তপল্লি, নজরুলপল্লি এবং ডাকঘর কোয়ার্টার এলাকা, ১০ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন রোড এবং ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকাতে দেওয়ালে চুন পড়েছে কংগ্রেসের। তা ছাড়াও বোলপুর, নানুর, ইলামাবাজার ও লাভপুর ব্লকের একাধিক জায়গায় কংগ্রেস প্রার্থীর প্রচারের জন্য দেওয়ালগুলিতে চুন করেছেন দলীয় নেতা-কর্মীরা।
তবে শীঘ্রই নাম ঘোষণা না হলে ওই দেওয়ালগুলি বেদখল হওয়ার আশঙ্কা করছেন সমর্থকেরা। বোলপুর ব্লক কংগ্রেস সভাপতি তথা পুরসভার বিরোধী দলনেতা মহম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, “নামের জায়গা বাদে বাকি দেওয়াল লিখন পুর ও শহর এলাকায় জোর কদমে চলছে। প্রার্থীর নাম ঘোষণা হলেই প্রচারে নামব।” কিন্তু কবে? কেনই বা প্রার্থী খুঁজতে এত সময় লাগছে? এর স্পষ্ট উত্তর না মিললেও আজ, শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দল সূত্রে জানা গিয়েছে। বোলপুরের প্রাক্তন পুরপ্রধান তথা দলের কেন্দ্রীয় কমিটি সদস্য তপন সাহা অবশ্য বলেন, “শুধু বোলপুর কেন্দ্র নয়, রাজ্যের এখনও অনেক কেন্দ্রেই প্রার্থী ঘোষণা হইনি। আসা করি দ্রুত হবে। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy