—নিজস্ব চিত্র।
লোকসভা নির্বাচনের ফলের নিরিখে রামপুরহাট পুরএলাকার বৃহৎ অংশে বিজেপির ভোট বৃদ্ধি রুখতে কোর কমিটি গঠন করে বৈঠক করছে তৃণমূল। এমনকী প্রার্থী নির্বাচিত করতে বিশেষ সাব কমিটি গঠন করে তারা প্রার্থী তালিকা ঠিক করছেন। ঠিক সেই সময়েই ওই এলাকায় বিজেপি তাদের ওয়ার্ড কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারছেন না দেখে ক্ষোভ প্রকাশ করলেন দলের জেলা সভাপতি দুধকুমার মণ্ডল।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রামপুরহাট পুরসভার ১৭টি (বর্তমানে ১৮টি ) ওয়ার্ডের মধ্যে ১৬টিতে বিজেপির কাছে প্রাপ্ত ভোটের নিরিখে পিছিয়ে তৃণমূল। এ জন্য পুরনির্বাচনের আগে ১৮ জনের কোরকমিটি গড়া হয়েছে।
রবিবার দুপুরে সেই রামপুরহাটে পুরসভা নির্বাচন নিয়ে প্রথম ১৮টি ওয়ার্ডের কর্মীদের নিয়ে বৈঠক করেন দুধকুমার। সেখানে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “তিন মাস সময় দেওয়ার পর প্রতিটি ওয়ার্ডের বুথ পিছু যদি ৫০ জনের সদস্য সংখ্যা জোগাড় না হয়, তাহলে আপনারা ভোটে লড়াই করার আশা করেন কী করে?” সদস্য সংখ্যা বৃদ্ধিতে জোর দেওয়ার পাশাপাশি এ দিন তিনি জানান, ওয়ার্ড পিছু তিন জনের প্রার্থী তালিকার নাম মণ্ডল কমিটির কাছে দিতে হবে। মণ্ডল কমিটি বিশেষ নির্বাচন কমিটির মাধ্যমে তা জেলায় পাঠাবেন। এবং জেলা সভাপতি সেখানে সিদ্ধান্ত নেবেন কে কে প্রার্থী হবেন। তিনি বলেন “কোনও মোর্চা সংগঠনের প্রার্থী নিয়ে সুপারিশ চলবে না। প্রার্থী তিনিই হবেন যিনি দীর্ঘদিন ধরে ওয়ার্ডে শুধু কাজ করছেন তাই নয়, তাঁর যেন স্বচ্ছ ভাবমূর্তি থাকে।”
পরে দুধকুমার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তৃণমূল পুরসভা নির্বাচনে গ্রামাঞ্চলের মাস্কেট বাহিনী নিয়ে অশান্তি করতে চাইবে। বিজেপি কর্মীরা সংগঠিত ভাবে তাদের প্রতিরোধ করবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy