প্রতীকী ছবি।
রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ‘অর্থনৈতিক আক্রমণ’ শুরু করেছে, এই অভিযোগ সামনে রেখে প্রতিবাদের ডাক দিল ইউটিইউসি। তাদের বক্তব্য, কলকাতা থেকে টি বোর্ড, ডিভিসি এবং ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানির সদর দফতর অন্য শহরে সরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। এর ফলে বহু শ্রমিক-কর্মচারীর জীবন ও জীবিকা বিপন্ন হবে বলে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষের দাবি। তাঁদের আরও অভিযোগ, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত শতাধিক বছরের প্রাচীন কলকাতা স্টক এক্সচেঞ্জের দরজাও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। দেশব্যাপী করোনা ও লকডাউন পরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্র যে সব ‘জনস্বার্থ-বিরোধী’ পদক্ষেপ করছে, তা প্রত্যাহারের দাবিতে আজ, সোমবার থেকে বিক্ষোভের ডাক দিয়েছে ওই শ্রমিক সংগঠন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy