Advertisement
১৮ নভেম্বর ২০২৪

পরিবেশবন্ধু পুজো বাছুন, পুরস্কার নিন

চাঁদের উল্টো পিঠের অন্ধকারের মতো উৎসবের শহরে আনন্দের সঙ্গে সঙ্গে উপচে পড়ে দূষণ এবং দূষণের অভিযোগ।

 Durga Puja

Durga Puja

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০৩:২৪
Share: Save:

মহোৎসবে পুরস্কার পেতে চান? পরিবেশবান্ধব পুজো বাছাইয়ে যোগ দিন। জুটতে পারে ইনাম। পুজোয় দূষণ মোকাবিলায় এ বার এই পথ নিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

চাঁদের উল্টো পিঠের অন্ধকারের মতো উৎসবের শহরে আনন্দের সঙ্গে সঙ্গে উপচে পড়ে দূষণ এবং দূষণের অভিযোগ। তাই এ বার চতুর্থী থেকে পুলিশের পাশাপাশি সক্রিয় হচ্ছে পর্ষদও। পরিবেশবান্ধব পুজোর প্রতিযোগিতায় নতুনত্ব আনছে তারা। ‘সেরা’ পুজো বাছাইয়ে অনেকটা দায়িত্বই থাকছে আমজনতার হাতে, তাঁদের মতামতের উপরে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র সোমবার জানান, এ বার চতুর্থী থেকে পরিবেশ ভবনে কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হবে। চতুর্থী থেকে নবমী (বিকেল ৫টা থেকে রাত ১১টা) পর্যন্ত (০৩৩) ২৩৩৫-৮২১২, (০৩৩) ২৩৩৫-৩৯১৩, ১৮০০-৩৪৫-৩৩৯০ নম্বরে ফোন করে দূষণের অভিযোগ জানানো যাবে। সপ্তমী থেকে নবমী (বিকেল ৫টা থেকে রাত ১০টা) পর্যন্ত পর্ষদের সাতটি টহলদার দল ঘুরবে কলকাতা, সল্টলেক-রাজারহাট এবং হাওড়ায়। জেলায় জেলায় পর্ষদের দফতরেও কন্ট্রোল রুম থাকবে।

পরিবেশবান্ধব পুজোকে পুরস্কৃত করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এ বার সেই প্রতিযোগিতাতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই প্রতিযোগিতার বিচার হবে পর্ষদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) মাধ্যমে। আমজনতা অ্যাপে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিতে পারেন। মণ্ডপে মণ্ডপে ঘুরে ওই স্বেচ্ছাসেবকেরা অ্যাপে মতামত জানাবেন। সেই মতামতের ভিত্তিতেই হবে বিচার। ‘সেরা’ পরিবেশবান্ধব পুজো পুরস্কৃত তো হবেই। সেই সঙ্গে পুরস্কার থাকছে ‘সেরা’ স্বেচ্ছাসেবকদের জন্যও।

মূলত কালীপুজোয় শব্দবাজি-সহ নানা ধরনের দূষণের অভিযোগ ওঠে। তবে পরিবেশকর্মীদের অনেকে বলছেন, ইদানীং কিছু দুর্গাপুজো কমিটির বিরুদ্ধেও এই অভিযোগ উঠছে। তাই দুর্গাপুজোতেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নজরদারি প্রয়োজন। পর্ষদের এক কর্তার দাবি, ‘‘নজরদারি প্রতি বছরই থাকে।’’ সংশ্লিষ্ট সূত্রের খবর, এ বার অভিযোগ গ্রহণ ও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটি নতুন সংহত ব্যবস্থা (ইন্টিগ্রেটেড গ্রিভ্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হচ্ছে। তাতে সব অভিযোগ নথিবদ্ধ হবে এবং প্রয়োজনে অভিযোগকারীকে ফোন করে সবিস্তার তথ্যও নেওয়া হবে। পর্ষদ সূত্রের খবর, আজ, মঙ্গলবার থেকেই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে। পুজোর পরেও বিভিন্ন অভিযোগ গ্রহণ এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কাজ করবে এই প্রযুক্তি।

পুজোর উদ্যোক্তাদের উদ্দেশে এ দিন কয়েক দফা নির্দেশিকাও দিয়েছে পর্ষদ। তাতে বলা হয়েছে, প্লাস্টিক ব্যবহারে রাশ টানতে হবে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলতে নিষেধ করা হয়েছে। পর্ষদ জানিয়েছে, প্রতিমা তৈরিতে প্লাস্টার অব প্যারিস ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে বিকট শব্দের পেল্লায় সাউন্ড বক্স (ডিস্ক জকি বা ডিজে বক্স)। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক বাজানো নিষিদ্ধ করেছে পর্ষদ। মাইক বাজানোর ক্ষেত্রে সাউন্ড লিমিটার বাধ্যতামূলক। বিসর্জনের পরে নদী বা অন্যান্য জলাশয় সাফ করে দিতে বলা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2019 Pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy