Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জখম পুলিশ

পুরোনো মামলায় অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের দু’টি গাড়িও ভাঙচুর করা হয়। শনিবার রাতে মালদহের পুকুরিয়া থানার কুমারগঞ্জে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বেই পুলিশের উপরে এই হামলা হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০৩:০২
Share: Save:

পুরোনো মামলায় অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের দু’টি গাড়িও ভাঙচুর করা হয়। শনিবার রাতে মালদহের পুকুরিয়া থানার কুমারগঞ্জে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বেই পুলিশের উপরে এই হামলা হয় বলে অভিযোগ। গুরুতর জখম দুই এএসআই সহ ৫ পুলিশ কর্মী।

আহতদের মধ্যে এক মহিলা কনস্টেবলও রয়েছেন। দুই এএসআই আরশেদ হোসেন ও হাসিময় সিকদারের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁরা পুলিশ জানিয়েছে, ওই দুই অফিসার ছাড়াও আহত কনস্টেবল মহম্মদ আবুজা আলি ও মায়া চৌধুরী এবং এক সিভিক ভলেন্টিয়ার আতাউর রহমান। এখনও কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ অগস্ট শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ ওঠে দলেরই পঞ্চায়েত প্রধান সেরিনাবিবির স্বামী মহব্বত শেখ ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে। ওই দিনই পঞ্চায়েতের মধ্যে আরএসপির এক পঞ্চায়েত সদস্যাকে ধর্ষণের চেষ্টাও হয় বলে অভিযোগ। সেরিনাবিবি ও মহব্বত সহ ২৫ জনের নামে পুকুরিয়া থানায় অভিযোগও হয়।

অন্য বিষয়গুলি:

Maldah Police attacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE