গ্রাফিক: সন্দীপন রুইদাস।
রাজ্যে বজ্রপাতে হতাহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার টুইট করে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বজ্রাঘাতে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে আহতরা ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। বজ্রপাতে নিহতদের পরিবারবর্গের প্রতি শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
সোমবার বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। বজ্রপাতে হুগলিতে ১১ এবং মুর্শিদাবাদ জেলায় ৯ জন— মোট ২০ জন নিহত হন। এ ছাড়া, দুই মেদিনীপুরে নিহতের সংখ্যা ৪। বাঁকুড়াতে নিহত ২ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ২৬। সেই সঙ্গে ওই জেলাগুলিতে বজ্রপাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনার পর সোমবার রাতেই বাংলায় টুইট করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানান প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
পরে টুইট করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর। পিএমও-র টুইটারে হ্যান্ডলে বাংলায় লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দানের অনুমোদন দিয়েছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে দু- লক্ষ টাকা ক্ষতিপূরণ দানের অনুমোদন দিয়েছেন।
— PMO India (@PMOIndia) June 7, 2021
আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
The loss of lives due to lightning in different parts of West Bengal is deeply saddening. My sincerest condolences to the families of those who have lost their loved ones. Praying for the speedy recovery of those injured.
— Amit Shah (@AmitShah) June 7, 2021
প্রধানমন্ত্রীর মতোই নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহ। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতের জেরে জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো সেই পরিবারবর্গে প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy