প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
রাজ্যে সাম্প্রতিক বন্যায় মৃতদের পরিজনেদের সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার টুইট করে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বন্যায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, আহতেরা ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন।
তবে সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ ও পুনর্বাসনের জন্য কোনও আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেনি প্রধানমন্ত্রীর দফতর। প্রসঙ্গত, সাম্প্রতিক ইয়াস ঘূর্ণিঝড়ের পরেও কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to flooding in parts of West Bengal. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) August 4, 2021
ধারাবাহিক বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল বানভাসি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত। প্রবল বৃষ্টির মধ্যেই ডিভিসি-র জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে নিম্ন দামোদর উপত্যকার পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
বন্যার কারণে বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। গৃহহীন কয়েক লক্ষ মানুষ। বন্যাদুর্গত জেলাগুলির বাসিন্দাদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় প্যাকেজের প্রয়োজন রয়েছে বলেই মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy