pictures of suvendu adhikari on the day of joining bjp dgtld
Suvendu Adhikari
ফুলবদলের দিন কী কী করলেন শুভেন্দু, দেখুন সেই সব ছবি
দীর্ঘ জল্পনার শেষে বিজেপিতে শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা হাতে নেওয়ার পরেই অমিত শাহকে প্রণাম করেন শুভেন্দু। জড়িয়ে ধরেন অমিত।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৭:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
দীর্ঘ জল্পনার শেষে বিজেপিতে শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা হাতে নেওয়ার পরেই অমিত শাহকে প্রণাম করেন শুভেন্দু। জড়িয়ে ধরেন অমিত।
০২১১
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মেদিনীপুরের সভার উদ্দেশ দুপুর ১২টা নাগাদ রওনা দেন শুভেন্দু অধিকারী। কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে সোজা চলে যান মেদিনীপুর কলেজ মাঠে।
০৩১১
তখনও অমিত শাহ পৌঁছননি। মঞ্চে ওঠার আগে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভেন্দু অধিকারী।
০৪১১
অমিত শাহ সভাস্থলে এসে পৌঁছান দুপুর আড়াইটে নাগাদ। লকেট চট্টোপাধ্যায় ও শুভেন্দু স্বাগত জানান অমিতকে।
০৫১১
অমিত শাহকে শাল পরিয়ে দেন শুভেন্দু। এর পরেই অমিতের সঙ্গে মঞ্চে ওঠেন আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানের জন্য।
০৬১১
মঞ্চে ওঠার পরে শুভেন্দু অধিকারীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
০৭১১
বহু জল্পনার আনুষ্ঠানিক অবসান। শুভেন্দু অধিকারীর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন অমিত শাহ।
০৮১১
অমিত শাহকে নিজের ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন শুভেন্দু। জানান, করোনা আক্রান্ত হওয়ার সময়েও খোঁজ নিয়েছিলেন শাহ।
০৯১১
বিজেপিতে যোগ দেওয়ার পরে মিষ্টি মুখ পর্ব। শুভেন্দুকে মিষ্টি খাইয়ে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ।
১০১১
তিনি মনেপ্রাণে চান, কলকাতা এবং দিল্লিতে এক সরকার থাকুক। মেদিনীপুরের মঞ্চ থেকে বলেন শুভেন্দু অধিকারী।
১১১১
দল বদলেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। সভা শেষ অমিত শাহের চপারেই কলকাতা আসেন শুভেন্দু। রাতে যোগ দেবেন বিজেপির সাংগঠনিক বৈঠকে।