এক বছরে সড়ক দুর্ঘটনায় রাজ্যে মোট ৫,৮০০ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে ২,৯১১ জনই পথচারী। প্রতীকী ছবি।
গত বছরে পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে ১৫ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁদের অর্ধেকই সাধারণ পথচারী।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২১ সালে গাড়ি বা অটোর সওয়ারিদের তুলনায় পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় পথচারীরাই সব থেকে বেশি প্রাণ হারিয়েছেন। গাড়ি, ট্যাক্সি এবং মোটরবাইকের ধাক্কায় সব থেকে বেশি পথচারীদের মৃত্যু হয়েছে। এক বছরে সড়ক দুর্ঘটনায় রাজ্যে মোট ৫,৮০০ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে ২,৯১১ জনই পথচারী।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক ২০২১ সালের সড়ক দুর্ঘটনার খতিয়ান প্রকাশ করেছে। ২০২০ সালে কোভিডের জেরে লকডাউনের জন্য সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। ২০২১-এ ফের দুর্ঘটনা ও নিহতের সংখ্যা বেড়েছে।এক বছরে গোটা দেশে ৪.১২ লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন ১.৫৩ লক্ষ মানুষ। কোভিডের আগের বছর, ২০১৯-এর তুলনায় দুর্ঘটনার সংখ্যা কমেছে। কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যা।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই ছবি। রাজ্যে ২০১৮ সালে ৫,৭১১ জন, ২০১৯ সালে ৫,৫০০ জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। কোভিডের বছরে মৃত্যুর সংখ্যা সামান্য কমে ৪,৯২৭ জনে নেমে এসেছিল। কিন্তু ২০২১-এ ফের তা বেড়ে ৫,৮০০ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে ২,৯১১ জন পথচারী। এই পথচারীদের মধ্যে ১,৭২২ জন গাড়ি বা ট্যাক্সির ধাক্কায় প্রাণ হারিয়েছেন। ৮৩০ জনের মৃত্যু হয়েছে বাইকের ধাক্কায়।
পরিসংখ্যান বলছে, কেন্দ্র ও রাজ্যের দায়িত্বে থাকা জাতীয় সড়কে প্রাণহানির সংখ্যাই বেশি। জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা যে ১০টি রাজ্যে সব থেকে বেশি, তার মধ্যে পশ্চিমবঙ্গ দশম স্থানে রয়েছে। ২০২১-এ জাতীয় সড়কে দুর্ঘটনায় রাজ্যের২,১৭৭ জন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যেও পথচারীর সংখ্যা প্রায় অর্ধেক, ১০৩১ জন। দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাইকআরোহীর সংখ্যা ৪৮৮ জন। ২৩১ জন গাড়ি বা ট্যাক্সি-আরোহী, ১৪০ জন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে জাতীয় সড়কে। ৩১ জন অটো এবং ২৪ জন টোটো বা ই-রিকশার সওয়ারিও প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy