হাওড়া পুর কর্পোরেশন বা নিগমে সংযোজিত বালি পুরসভার ১৬টি ওয়ার্ডের ভোট নিয়ে শুধু বিতর্ক নয়। আইনি জটিলতারও সৃষ্টি হয়েছে। সেই জট কাটিয়ে ভোট করার জন্য অর্ডিন্যান্স জারি করতে চলেছে রাজ্য সরকার।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার জানান, রাজ্য সরকারের তরফে ওই ১৬টি ওয়ার্ডে ভোটের সম্ভাব্য তারিখ রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। চলতি আইনে ভোট সম্ভব না-হলে অর্ডিন্যান্স জারি করা হবে। তাতে ওই নির্বাচনকে উপনির্বাচন হিসেবে গণ্য করা হবে।
রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায় এ দিন জানান, পশ্চিমবঙ্গ পুর নির্বাচনী আইন সংশোধন করতে অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। কারণ, বর্তমান আইনে ওখানে ভোট করা সম্ভব নয়। আইন বলছে, কোনও নির্বাচিত প্রতিনিধি বিশেষ কোনও কারণে পদ ছেড়ে দিলে বা তাঁর মৃত্যু হলে তবেই সেই শূন্য পদের নির্বাচনকে উপনির্বাচন বলা যাবে। এ ক্ষেত্রে এর কোনওটিই হচ্ছে না। তাই দরকার অর্ডিন্যান্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy