Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪

‘বহিরাগত’দের বার করার দাবি খড়গপুরে

খড়গপুরের আইসি-র ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে তাঁকে নির্বাচনের দিন দায়িত্বে না রাখার দাবিও তুলেছেন শুভঙ্করবাবু, তাপসবাবুরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০১:১৩
Share: Save:

উপনির্বাচনের আগে খড়গপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি তালিয়ে ‘বহিরাগত’দের বার করে দেওয়ার জন্য সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকদের কাছে দাবি জানাল বিরোধীরা। পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করে শুক্রবার কংগ্রেসের তরফে শুভঙ্কর সরকার, কুণাল বন্দ্যোপাধ্যায় এবং বামেদের তাপস সিংহ, বিপ্লব ভট্টেরা অভিযোগ করেন, খড়গপুরের নানা হোটেল ও আশ্রমে ‘বহিরাগত’দের এনে জড়ো করেছে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দল। তাদের বার করে দেওয়া এবং ভোটের দু’দিন আগে মদ বিলির ঘটনা ঠেকাতে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়ার জন্য পর্যবেক্ষকদের কাছে আর্জি জানান তাঁরা। খড়গপুরের আইসি-র ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে তাঁকে নির্বাচনের দিন দায়িত্বে না রাখার দাবিও তুলেছেন শুভঙ্করবাবু, তাপসবাবুরা। বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষেরও অভিযোগ, তৃণমূল অন্য জেলা থেকে দুষ্কৃতী নিয়ে এসে জড়ো করছে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য পাল্টা আঙুল তুলেছেন বিজেপির দিকে।

অন্য বিষয়গুলি:

By Election Khragapur CPM Congress TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy