রাজ্যে টেট কেলেঙ্কারি, বিদ্যুতের মাসুল বৃদ্ধি বা বিরোধী শিবিরের বিধায়কদের আক্রান্ত হওয়ার মতো সাম্প্রতিক নানা ঘটনা নিয়েই বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশনে আলোচনা দাবি করল বিরোধীরা।
কয়েকটি বিল পাশ করানোর জন্য কাল, শুক্রবার থেকে শুরু হবে বিধানসভার চার দিনের অধিবেশন। তার আগে বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকে বামেরা দাবি করেছে, একটা দিন রাখা হোক সাম্প্রতিক নানা বিষয়ে প্রস্তাব এনে আলোচনার জন্য। এসইউসি-র বিধায়ক তরুণ নস্করও প্রস্তাব দিয়েছেন, কেন্দ্রের শ্রম আইন সংস্কারের উদ্যোগ, পাশ-ফেল প্রথা নিয়ে রাজ্য সরকারের অবস্থান এবং বিদ্যুতের মাসুল নিয়ে সর্বদল বা বেসরকারি প্রস্তাব আনতে দেওয়া হোক। স্পিকার বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন।
প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়েও সর্বদল আলোচনার প্রস্তাব দিয়েছেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। স্পিকার জানান, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং হাওড়া পুর-নিগম সংক্রান্ত দু’টি অর্ডিন্যান্স (অধ্যাদেশ) বিলে পরিণত করে আইন সংশোধন করা হবে এই অধিবেশনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy