শংসাপত্র আনতে গিয়ে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে এক যুবক শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। ‘নির্যাতিতা’-র লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক বাম ছাত্রনেতাকে। নদিয়ার কালীগঞ্জ ব্লকের ঘটনা। ধৃত বাম ছাত্রনেতাকে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়। বিচারক ওই যুবকের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ পঞ্চায়েত দফতরে একটি শংসাপত্র আনতে গিয়ে প্রধানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কালীগঞ্জ আঞ্চলিক কমিটি এসএফআই নেতা। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। ওই ছাত্রনেতার বিরুদ্ধে কালীগঞ্জ থানা এলাকার মীরা ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। সোমবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হয়।
আরও পড়ুন:
নির্যাতিতা বলেন, ‘‘ ওই যুবক দফতরে এসে আমার সঙ্গে অশালীন আচরণ করেন।’’ যদিও অভিযুক্ত ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘‘নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। আদালতে সব প্রমাণ হবে।’’ কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার মাকওয়ান বলেন, ‘‘লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এক জনকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়েছে।’’