নিজস্ব চিত্র
পূর্ব বর্ধমান জেলায় কোভিড সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। প্রতিদিন জেলায় গড়ে ৬০০ থেকে ৭০০ নতুন করে সংক্রমিত হচ্ছেন। এর মধ্যে বর্ধমান শহরের সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই অবস্থায় চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে আশঙ্কা থাকছে। পরিস্থিতি মোকাবিলায় এবার সেফহোম তৈরি করছে বর্ধমান পুরসভা। লাকুড্ডিতে পুরসভার ‘প্রান্তিক’ নামে যে বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়ি রয়েছে সেখানেই এই নতুন সেফ হোমের কাজ শুরু হয়েছে। আপাতত সেখানে ২৫ জনের থাকার ব্যবস্থা করা হবে। বর্ধমান জেলায় কৃষি খামারে গত বছর একটি সরকারি সেফহোম রয়েছে।
পুরসভার আধিকারিক অমিত গুহ জানান, রবিবার স্থানীয় বিধায়ক খোকন দাসের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানেই সেফহোম তৈরির সিদ্ধান্ত হয়েছে। সবরকম সুবিধা এতে থাকবে। পরে বেড বাড়তে পারে।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অন্য কাজ ভুলে এখন করোনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই এই সেফহোম গড়া হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy