নিরাপত্তার কারণ দেখিয়ে সংখ্যালঘু হস্টেলের ছাত্রীদের ‘রক্তকরবী’ নাটক দেখতে না দেওয়ার অভিযোগে বিতর্ক সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। শহরের অফিসপাড়া বলে পরিচিত জেলা পরিষদ কার্যালয় লাগোয়া সংখ্যালঘু ছাত্রী নিবাসের পাশে নাট্য মন্দির মঞ্চে ৮ নভেম্বর সন্ধ্যায় নাটকটি হয়।
হস্টেলের পরিচালন কমিটির সদস্য, তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিগ্গা নিরাপত্তার ইস্যুতে ছাত্রীদের ওই নাটক দেখতে যেতে বারণ করেন বলে অভিযোগ। ছাত্রীরা জেলা সংখ্যালঘু দফতরে অভিযোগ জানানোয় তাঁদের হস্টেল থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি ছাত্রীদের। এই ঘটনায় শহরের প্রাণকেন্দ্রে মেয়েদের নিরাপত্তা না থাকার বিষয়ে সরব হয়েছে বিরোধীরা। বিড়ম্বনায় পড়েছে শাসক দল।
মঙ্গলবার জেলা সংখ্যালঘু দফতরের আধিকারিক কৌশিক সিংহের কাছে একদল ছাত্রী হস্টেল সুপার তাঞ্জিলা মুস্তারিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। হস্টেল সুপার বলেন, “ছাত্রীরা নাটক দেখতে চেয়েছিল। সভাধিপতিকে জানালে তিনি ছাত্রীদের নাটক দেখতে যেতে বারণ করেন।” সভাধিপতি ললিতা টিগ্গা বলেন, “সন্ধ্যে ৭টার পর হস্টেল থেকে ছাত্রীদের বেরোনো নিষেধ। ছাত্রীরা নাটক দেখার অনুমতি নিতে এলে হস্টেল সুপারকেও সে সময় ডেকে নেই। নিরাপত্তার কারণে নাটক দেখার অনুমতি দিইনি।” বালুরঘাটের ওই হস্টেলটি ওয়াকফ বোর্ডের অধীনে পরিচালিত হলেও সভাধিপতি পরিচালন কমিটির অন্যতম সদস্য। তিনি বলেন, “কোন কোন ছাত্রী ওই অভিযোগ করেছে, তাদের নাম জানতে পারলে অভিভাবকদের ডেকে সকলকে হস্টেল থেকে বের করে দেওয়া হবে।” বিরোধীদের অভিযোগ, সন্ধের পর বাইরে বেরনোর পরিস্থিতি নেই বলে মানছেন শাসকদলের সভাধিপতি। কৌশিক সিংহ বলেন, “ এ ধরণের ব্যাপারে বিশেষ ভাবে ছাত্রীদের অনুমতি দিতে কোনও নিষেধ আছে কী না, সে ব্যাপারে হস্টেলের নিয়মকানুন খতিয়ে দেখা হচ্ছে।” দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy