Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নিম্ন মানের চাল দিয়ে রান্না, উদ্বিগ্ন প্রশাসন

রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিম্নমানের চাল দিয়ে পড়ুয়াদের জন্য মিড-ডে-মিল রান্নার অভিযোগ বাড়তে থাকায় উদ্বিগ্ন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। তাই ধারাবাহিকভাবে অভিযানে নামছেন ব্লক প্রশাসনের কর্তারা। প্রশাসনিক সূত্রের খবর, জেলাশাসক স্মিতা পাণ্ডের নির্দেশে ব্লক প্রশাসনের কর্তারা। আগামী সপ্তাহ থেকে সরকারি বরাদ্দ চালের নমুনা নিয়ে ধারাবাহিকভাবে ব্লকের সমস্ত প্রাথমিক স্কুলে অভিযান চালাবেন।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১২
Share: Save:

রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিম্নমানের চাল দিয়ে পড়ুয়াদের জন্য মিড-ডে-মিল রান্নার অভিযোগ বাড়তে থাকায় উদ্বিগ্ন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

তাই ধারাবাহিকভাবে অভিযানে নামছেন ব্লক প্রশাসনের কর্তারা। প্রশাসনিক সূত্রের খবর, জেলাশাসক স্মিতা পাণ্ডের নির্দেশে ব্লক প্রশাসনের কর্তারা। আগামী সপ্তাহ থেকে সরকারি বরাদ্দ চালের নমুনা নিয়ে ধারাবাহিকভাবে ব্লকের সমস্ত প্রাথমিক স্কুলে অভিযান চালাবেন। তাঁরা সরকারি বরাদ্দ চালের নমুনার সঙ্গে স্কুলগুলিতে মজুত থাকা মিড-ডে-মিলের চাল মিলিয়ে দেখবেন। গরমিল ধরা পড়লে প্রথমে অভিযুক্ত শিক্ষক বা শিক্ষিকাদের তিন দিনের মধ্যে কারণ দর্শানোর (শো-কজ) নির্দেশ দেবে প্রশাসন। শো-কজের জবাবে প্রশাসন সন্তুষ্ট না হলে অভিযুক্ত শিক্ষক বা শিক্ষিকাদের সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করবে। রায়গঞ্জের বিডিও অমূল্যচন্দ্র সরকার বলেন, “নিম্ন মানের চাল দিয়ে মিড ডে মিল রান্না রুখতে ডিএমের নির্দেশে আগামী সপ্তাহ থেকে ধারাবাহিক অভিযান চলবে।”

প্রশাসনিক সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতে ২৫৫টি প্রাথমিক স্কুল রয়েছে। পড়ুয়া রয়েছে ৫৫ হাজার ১০৬ জন। পড়ুয়া পিছু প্রতিদিন মিড-ডে-মিলের জন্য ১০০ গ্রাম করে চাল বরাদ্দ হয়। সেই হিসেবে প্রতি মাসে ২৫৫টি প্রাথমিক স্কুলে গড়ে ৫০ থেকে ৫৫ কুইন্টাল করে চাল বরাদ্দ করে প্রশাসন। সম্প্রতি রায়গঞ্জের সোনাডাঙ্গি এলাকার একটি প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের চাল দিয়ে মিড ডে মিল রান্না করার অভিযোগ ওঠে। অভিভাবকেরা প্রায় তিন ঘণ্টা ওই স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান। কিছুদিন আগে একই অভিযোগে রায়গঞ্জের দেবীনগর এলাকার আরেকটি প্রাথমিক স্কুলেও তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এ ছাড়াও প্রতি মাসে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার ৮ থেকে ১০টি করে প্রাথমিক স্কুলে নিম্নমানের চাল দিয়ে মিড-ডে-মিল রান্না করা হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ জানান অভিভাবক ও জনপ্রতিনিধিরা। অতীতে কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বরাদ্দের চাল বিক্রি করে কম খরচে নিম্নমানের চাল কিনে মিড-ডে-মিল রান্না করারও অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতিটি অভিযোগেরই তদন্ত চলছে। রায়গঞ্জ ব্লকের মিড-ডে-মিল আধিকারিক চন্দন দাসের দাবি, “অভিযান শুরু হলে নিম্নমানের চাল দিয়ে মিড-ডে-মিল রান্না বন্ধ করা সম্ভব হবে।”

অন্য বিষয়গুলি:

rice low quality raiganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE