জীবন: জঙ্গলের মালঙ্গী বিটে জখম গন্ডারটির অস্ত্রোপচার করছেন পশু চিকিৎসকেরা। পরে গন্ডারটিকে ওই জঙ্গলেই ছেড়ে দেওয়া হয়। রবিবার। ছবি: বন দফতরের সৌজন্যে প্রাপ্ত।
জলদাপাড়ার জঙ্গলে সঙ্গিনী দখলের লড়াইয়ে গুরুতর জখম হওয়া এক গন্ডারের সফল অস্ত্রোপচার করলেন পশু চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর রবিবারই ওই গন্ডারটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হযেছে।
বন দফতরের কর্তারা এ দিন জানিয়েছেন, জঙ্গলের ভিতরে গন্ডারটির গতিবিধি প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে।
বন দফতর সূত্রের খবর, গত পাঁচ বছরে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা ২০৭ থেকে বেড়ে ২৪০ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু পুরুষ ও স্ত্রী গন্ডারের আনুপাতিক হার নিয়ে চিন্তা ছিল। কারণ, এই হার ঠিক না থাকলে দুই পুরুষ গন্ডারের মধ্যে সঙ্গিনী দখলে, লড়াইয়ের আশঙ্কা থাকে। যে ঘটনায় এর আগে অনেক গন্ডারের প্রাণও গিয়েছে।
সপ্তাহ দুয়েক আগে জলদাপাড়া জাতীয় উদ্যানের মালঙ্গী বিটে সঙ্গিনী দখলের এমন লড়াইয়ে ত্রিশ বছরের এক পুরুষ গন্ডার গুরুতর আহত হয়। গন্ডারটির পেটের নীচে ডানদিকে গভীর একটি ক্ষত লক্ষ করেন বন কর্মারা। গন্ডারটির প্রয়োজনীয় চিকিৎসা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তখন অনুমতি চাওয়া হয়।
রাজ্য বন দফতর সূত্রে জানা গিয়েছে, সেই অনুমতি আসার পর রবিবার সকালে মালঙ্গী বিটের ৩ নম্বর কম্পার্টমেন্টে ওই গন্ডারটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়। এর পর ওই গন্ডারের ক্ষতস্থানে অস্ত্রোপচার করে কিছুক্ষণ পর সেটিকে আবার জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। জলদাপাড়ার ডিএফও কুমার বিমল এ দিন ফোনে বলেন, ‘‘গন্ডারটি সুস্থই আছে। তবু সেটির উপর আমরা সারাক্ষণ নজর রাখছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy