নেপাল থেকে পাঁচশো ও হাজার টাকার নোটে লক্ষাধিক টাকা নিয়ে ভারতে ঢোকার সময় এক মহিলাকে পাকড়াও করেন সশস্ত্র সীমা বলের (এসএসবি) আধিকারিকেরা। সোমবার সকালে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি এলাকা থেকে ধরা হয় তাকে।
এসএসবি-র তরফে জানানো হয়েছে, মহিলাকে জিজ্ঞাসাবাদের পর শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। মহিলার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৪ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। এসএসবি-র ৪১ ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডিকে সিংহ জানান, ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় আইন (ফেমা) অনুসারে অন্য দেশ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সঙ্গে নিয়ে যাতায়াত করা যায়। নথিপত্র থাকাটা বাধ্যতামূলক। তিনি বলেন, ‘‘তেমনই পুরনো পাঁচশো ও হাজার টাকার নোটের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করাই যেতে পারে। কিন্তু নথি থাকাটা জরুরি। মহিলার কিছুই ছিল না।’’ এসএসবি-র তরফে জানানো হয়েছে, ধৃত লাবতি শেরপার বাড়ি নেপালের জনকপুর এলাকায়। জেরায় মহিলা দাবি করেন, তিনি কাঠমান্ডু থেকে সিকিমের গ্যাংটকে যাচ্ছিলেন। সেখানে তাঁর আত্মীয়রা থাকেন। নেপালের কয়েক জন আত্মীয় তাঁকে ওই টাকা সিকিমে এক ব্যক্তির কাছে জমা দিতে দিয়েছিলেন। সোমবার রাতে দেড় লক্ষ টাকা-সহ নেপালের আরেক যুবককে ধরা হয়েছিল। ১০০ টাকার নোটের হিসেব, ও নথিপত্র দেখানোয় তাকে ছাড়া হয়। এসএসবি-র অফিসারেরা জানান, কাঁকরভিটা থেকে মেচি সেতু হয়ে হেঁটেই একটি ব্যাগ নিয়ে পানিট্যাঙ্কি আসছিলেন ওই মহিলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy