Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Fire Arms

মালদহে বাংলা-বিহার সীমানায় বেশ কিছু আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৪:৪৩
Share: Save:

ফের বড়সড় সাফল্য পেল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাংলা-বিহার সীমানা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছেন তাঁরা। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে গোবরাঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ২ দুষ্কৃতীর নাম সাদ্দাম হোসেন (২৫) এবং মইদুল হক (২২)। এদের ২ জনেরই বাড়ি মানিকচক থানার ধরমপুর এলাকায়। শনিবার তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকার গোবরাঘাটে ২ ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় এবং দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। সেখানে তল্লাশি চালিয়ে ২টি পাইপগান, ২টি রাইফেল এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এর পরই পুলিশ ওই ২ জনকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে। কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

police Fire Arms
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy