Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Nisith Pramanik

মুখে কাপড় বেঁধে ওরা কারা? রাজ্যপাল আনন্দকে নিশীথকাণ্ডের ভিডিয়ো পাঠাচ্ছে তৃণমূল!

গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল তৃণমূল। তার পর অশান্তি বাধে। সেই ঘটনার ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনল তৃণমূল।

TMC wants to sending video of Nisith Pramanik’s convoy attack to the Governor CV Ananda Bose

নিশীথকাণ্ডের ভিডিয়ো দেখেন কোচবিহার তৃণমূলের জেলা নেতৃত্ব। এর পর সাংবাদিক বৈঠক করেন তাঁরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার ও দিনহাটা শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৬:২৭
Share: Save:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে হাই কোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাই কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে এ নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি, গত শনিবার ওই ঘটনার দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে গিয়েছিলেন শুভেন্দু। এ বার সে দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে রাজ্যপালের কাছে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

অভিজিৎ জানান, গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল তৃণমূল। বুধবার সেই দিনের ঘটনায় ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছেন তাঁরা। জানান, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ওই ভিডিয়ো রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণেরা। তৃণমূলের অভিযোগ, সেই দিনের ঘটনায় নিশীথের কনভয়ের সঙ্গে সঙ্গে এসেছিল দুষ্কৃতীরা। এবং তারা বিজেপিআশ্রিত। মুখে কাপড় বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র এবং হকিস্টিক নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। সে সব ‘প্রমাণ’ রাজ্যপালের কাছে পাঠানো হবে। অভিজিৎ বলেন, ‘‘সে দিনের ঘটনার ভিডিয়ো আমরা রাজ্যপালের কাছে তুলে ধরব। তাঁকে অনুরোধ করব তিনি যেন এই ভিডিয়ো দেখেন এবং বিজেপির দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে খোলা চোখে দেখেন।’’

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু রাজভবনে গিয়ে নিশীথকাণ্ডের জন্য দরবার করেন। এর পর ওই ঘটনার তীব্র নিন্দা করে কড়া বিবৃতি জারি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নের কাছে এই হামলার বিস্তারিত তথ্য চেয়ে পাঠান তিনি।

তৃণমূল নেতা অভিজিৎ বলেন, ‘‘ওই দুষ্কৃতী কারা যারা সাংসদের কনভয়ে থাকে? আমরা জেলার বিভিন্ন প্রান্তে, গ্রামেগঞ্জে ওই ভিডিয়ো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরব। জনসমক্ষে বিজেপির গুন্ডামির দৃশ্য দেখা যাবে।’’

যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত বলেন, ‘‘নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে চলেছে তৃণমূল। আমাদের কর্মীদের উপর হামলা হলে, বাড়িঘর ভাঙচুর করলে তাঁরা কি চুপচাপ বসে থাকবেন? সংবিধানে বলা আছে, আপনার উপর আক্রমণ হলে আপনার প্রতিরোধ করার অধিকার আছে। কোথায় এই ভিডিয়ো দেখাবে দেখাক। মানুষই বলবে, বিজেপি যা করেছে ঠিক করেছে।’’

অন্য বিষয়গুলি:

Nisith Pramanik TMC BJP CV Ananda Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy