Advertisement
০৫ নভেম্বর ২০২৪
raiganj

Raiganj: সাত দিনে ১৩ শিশুর মৃত্যু, ‘শিশু মৃত্যু’ বলে গুজব ছড়াবেন না, মন্তব্য স্বাস্থ্যকর্তার

সদ্যোজাত এক শিশুর বাবা সোম মুর্মু জানান, ১৫ দিন আগে তাঁর ছেলে হয়। দু-তিন দিন ধরে তাঁর ছেলের শ্বাসকষ্ট হচ্ছিল।

উদ্বেগের কারণ নেই বলেই দাবি সুপারিন্টেন্ডেন্টের।

উদ্বেগের কারণ নেই বলেই দাবি সুপারিন্টেন্ডেন্টের। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২৩:২০
Share: Save:

৭ দিনে ১৩ জন শিশুর মৃত্যু । আর এই শিশু মৃত্যুকে ঘিরে ফের চাঞ্চল্য রায়গঞ্জ মেডিকেলে। গত ২৪ ঘন্টাতেই ৩ জন শিশুর মৃত্যু হয়েছে রায়গঞ্জ মেডিকেলের এস.এন.সি.ইউ তে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে যে প্রত্যেকেরই শ্বাসকষ্ট ছিল। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা।

যদিও রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপ্যাল (এমএসভিপি) প্রিয়ঙ্কর রায় দাবি করেছেন সদ্যোজাত ওই শিশুরা জন্মগত ভাবেই রুগ্ন ছিল। তিনি বলেন, ‘‘শিশুমৃত্যুতে উদ্বেগের কোনও কারণ নেই। যাদের বাঁচানো যায় না তাদেরই মৃত্যু হয়। এই সদ্যোজাতদের মৃত্যুকে শিশুমৃত্যু বলে গুজব রটাবেন না। এই সদ্যোজাতরা অপরিণত ছিল। অপরিণত শিশুদের সবসময় বাঁচানো যায়না।’’ তবে শিশুদের কোভিডে মারা যাওয়ার তত্ত্বও উড়িয়ে দেন তিনি।

তবে সদ্যোজাত এক শিশুর বাবা সোম মুর্মু জানান, ১৫ দিন আগে তাঁর ছেলে হয়। দু-তিন দিন ধরে তাঁর ছেলের শ্বাসকষ্ট হচ্ছিল। সন্তান পরিণত ছিল বলেও তাঁর দাবি।

পাশাপাশি এও জানা গিয়েছে যে, হাসপাতালে এই মুহূর্তে হাসপাতালে ২০ জন কোভিড রোগী ভর্তি আছেন। চিকিৎসাধীন থাকাকালীনও তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে । পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE