ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রীর সফর চলাকালীনই আন্দোলনের হুমকি জমিহারাদের। জাতীয় সড়ক অবরোধ করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আশ্বাস পাননি বলে জানান জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজ়ার কমিটির সদস্যেরা। মুখ্যমন্ত্রী সফরের সময় জলপাইগুড়ি শহরে আন্দোলন করা হবে বলে হুমকি দিয়েছেন জমিহারারা। তাঁদের বক্তব্য, চাকরি না মিললে জমি ফেরত দিতে হবে। একাধিকবার অনশন আন্দোলন এবং জাতীয় সড়ক অবরোধ করেও দাবি পূরণ হয়নি। মুখ্যমন্ত্রী সফরের সময়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির তরফে জানানো হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে রবিবার জলপাইগুড়িতে কলেজের অস্থায়ী কর্মীদের অনশন কর্মসূচি, অরণ্য বন্ধুদের অনশন কর্মসূচি এবং সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের অবস্থান বিক্ষোভে অস্বস্তিতে জেলা তৃণমূলের নেতৃত্ব। তাঁরা ওইসব কর্মসূচির আয়োজকদের বিক্ষোভ তুলে নেওয়ার জন্য আবেদনও জানান। জেলার ১০টি কলেজের অস্থায়ী কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন চলছে জলপাইগুড়ি এসি কলেজে। আগামীকাল, মঙ্গলবার কলেজ সংলগ্ন এবিপিসি মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সোমনাথ পাল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ প্রমুখ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে অনশন তুলে নিতে অনুরোধ জানান।
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়িজ় সমিতির সভাপতি উত্তম সোম বলেন, ‘‘আমরা ৬২ দিন ধরে অনশন করছি। এছাড়া সব কলেজেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে অনশন তুলে নেওয়া হবে কিনা, এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’
জলপাইগুড়ি অরণ্য ভবনের সামনে অরণ্যবন্ধুরা অবিলম্বে স্থায়ী চাকরির দাবিতে ৪২ দিন ধরে অনশন করছেন। এ দিন তৃণমূলের নেতৃত্ব তাঁদের সঙ্গে কথা বলে অনশন তুলে নিতে বলেন। অনশনকারীরা জানান, সকলের সঙ্গে কথা বলে অনশন তোলা হবে কিনা তা ঠিক করা হবে।
জেলাশাসকের দফতর লাগোয়া এলাকায় সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকেরা চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন। তাঁদেরকেও আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ জানান শাসক দলের নেতৃত্ব।
তৃণমূলের জলপাইগুড়ি শহর ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কলেজের অস্থায়ী কর্মী, অরণ্যবন্ধুদের আন্দোলন এবং সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি তুলে নিতে অনুরোধ করেছি। তাঁদের দাবি সনদ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy