এক দিনের জন্য অনশন প্রত্যাহার করেছেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। তবে অবস্থান বিক্ষোভ চলছেই। ছবি: সন্দীপ পাল
প্রশাসন কড়া অবস্থানের মুখে খানিকটা পিছু হটল জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনরত ছাত্ররা৷ সোমবার একদিনের জন্য অনশন প্রত্যাহার করেন তাঁরা৷ তবে ধর্মঘট জারি রাখায় এ দিনও সম্পুর্ণ অচল ছিল কলেজ৷ পুলিশ সূত্রের খবর, প্রথম বর্যের এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে রবিবার ২৪ জনের বিরুদ্ধে র্যাগিং ও প্রাণনাশের হুমকি-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে। তাঁদের খোঁজও শুরু হয়েছে৷ যার ফলে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর চাপ বাড়বে বলেই মত বিভিন্ন মহলের৷
প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধে থেকে গোলমাল শুরু হয় জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে৷ বাধা দেওয়ায় শুক্রবার সকাল থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান দীপককুমার কোলের অপসারণের দাবিতে ধর্মঘট করে কলেজ অচল করে দেন দ্বিতীয় বর্ষের ছাত্ররা৷ পরে তাদের আন্দোলনে যোগ দেন তৃতীয় ও চতুর্থ বর্ষের কিছু ছাত্র৷
ছাত্রদের ঘেরাওয়ে নিজের চেম্বারে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ অমিতাভ রায় ৷ শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ ওই রাতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ২৪ জন ছাত্রের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় র্যাগিং-এর লিখিত অভিযোগ দায়ের করেন প্রথম বর্ষের এক ছাত্র৷ তারপরও খানিকটা ধীরে চলো অবস্থান নেয় প্রশাসন৷ তবে রবিবার ২৪ জন ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy