Advertisement
২৩ নভেম্বর ২০২৪

চিতাবাঘ নিয়ে চোর-পুলিশ

কখনও ভুট্টা খেতের মধ্যে ঢুকে পড়ছে৷ কখনও সেখান থেকে উকি দিয়ে দেখছে৷ আর বনকর্মীরা তাক করলে এমনভাবে সেই খেতে লুকিয়ে পড়ছে যে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না৷

ঘেরাটোপে: চিতাবাঘকে ঘুমপাড়ািন গুলি ছোড়ার প্রস্তুতি। নিজস্ব চিত্র

ঘেরাটোপে: চিতাবাঘকে ঘুমপাড়ািন গুলি ছোড়ার প্রস্তুতি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৩:০১
Share: Save:

কখনও ভুট্টা খেতের মধ্যে ঢুকে পড়ছে৷ কখনও সেখান থেকে উকি দিয়ে দেখছে৷ আর বনকর্মীরা তাক করলে এমনভাবে সেই খেতে লুকিয়ে পড়ছে যে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না৷ বৃহস্পতিবার দিনভর একটি চিতাবাঘকে ঘিরে এ ভাবেই চোর-পুলিশ খেলা চলল ময়নাগুড়ির দোমহনিতে৷ দিনভর বন দফতরের ‘কঠোর’ পরিশ্রমেও বাঘটিকে বাগে আনা যায়নি৷ আর এরই মাঝে সেটি খেত থেকে বেরিয়ে এক ব্যাক্তিকে জখমও করে৷ তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এ দিন সকালে দোমহনি আরপিএফ ট্রেনিং সেন্ট্রারের কাছে এলাকারই এক মহিলা প্রথম চিতাবাঘটিকে দেখতে পান৷ চিতাবাঘটি দেখেই চিৎকার জুড়ে দেন তিনি৷ এরপরই চিতাবাঘটি ভুট্টা খেতে ঢুকে পড়ে৷ চিতাবাঘ বেরনোর খবরে ততক্ষণে সেখানে জড়ো হয়ে গিয়েছেন প্রচুর মানুষ৷ আচমকাই চিতাবাঘটি তখন ভুট্টা খেত থেকে বেরিয়ে সামনের পাট খেতে কাজ করতে থাকা বুবা রায় নামের এক ব্যক্তিকে আক্রম করে৷ জখম অবস্থায় তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ বুবা রায় বলেন, ‘‘ভুট্টা খেতের কাছেই পাট খেতে কাজ করছিলাম৷ কিন্তু ভাবিনি, চিতাবাঘটি সেখান থেকে বেরিয়ে আমাকে আক্রমণ করবে৷’’

খবর পেয়েই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ ছুটে যায় পুলিশও৷ এসএসবি জওয়ানরাও এলাকায় যান৷ কিন্তু দিনভর ভুট্টা খেতকে ঘিরে ওই চিতাবাঘটিকে ঘুম পাড়ানি গুলির সাহায্যে কাবু করতে পারেনি বন দফতর৷ স্থানীয় বাসিন্দাদের কারও কারও অভিযোগ, চিতাবাঘটিকে ধরতে সেভাবে প্রস্তুতি নিয়েই আসেননি বন দফতরের কর্মীরা৷ ঘটনাস্থলে পৌঁছনোর পর তাদের খেয়াল হয় নানা সরঞ্জাম তাঁদের কাছে নেই৷ তারপর ভুট্টা খেতের ভেতরে ঢুকে সেভাবে চিতাবাঘটিকে কাবু করার চেষ্টা হয়নি বলেও অভিযোগ তাঁদের৷ যদিও বনকর্মীরা জানাচ্ছেন, এ দিন চিতাবাঘটিকে কাবু করার যথেষ্ট চেষ্টা হয়েছে৷ খাঁচার ভেতরে হেলমেট পরেও তাঁরা চেষ্টা করেছেন চিতাবাঘটিকে কাবু করার৷ কিন্তু চিতাবাঘটি বারবার এমন জায়গায় চলে যায় যে তাকে কাবু করা যায়নি৷ জলপাইগুড়ির বন্যপ্রাণ বিভাগের ডিএফও নিশা গোস্বামী বলেন, ‘‘মনে হচ্ছে চিতাবাঘটি কোনও চা বাগান এলাকা থেকে ওই এলাকায় ঢুকে পড়ে৷ চিতাবাঘটিকে কাবু করার সব রকমের চেষ্টা চলছে৷’’ চিতাবাঘের হামলায় জখমের চিকৎসা বন দফতরই দেখবে বলে জানান ডিএফও৷

অন্য বিষয়গুলি:

Cheetah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy