শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাটার্য।
যে ভাবেই হোক কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের জলের মান ঠিক রাখতেই হবে বলে নির্দেশ দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাটার্য। পুলের জল দূষিত হয়ে গিয়েছে বলে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের শিক্ষার্থীদের কয়েক জন তাঁকে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেল।
রবিবার সকালে বৃষ্টির মধ্যেই সুইমিং পুল পরিদর্শনে গিয়েছিলেন অশোকবাবু। পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মেয়র। বিশেষজ্ঞদের ডেকে জলের মান যাচাইয়ের নির্দেশও দিয়েছেন। মেয়র বলেন, ‘‘অভিযোগ যে ভিত্তিহীন নয় তা বোঝা গেল। বৃষ্টির জল যাতে সরাসরি পুলে না পড়ে তার জন্য শেড তৈরির বিষয়ে পদক্ষেপ করতে বলেছি।’’
এ দিন সকালে মেয়র সুইমিং পুলে গেলে সংস্থার তরফে জানানো হয় ফি বছর বর্ষার সময়ে শ্যাওলা মিশে জলের রং সবুজ হয়ে যায়। মেয়র জানান, অভিযোগ পেয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। প্রতিদিন গড়ে তিনশোরও বেশি শিক্ষার্থী পুলে সাঁতার কাটে শুনে তিনি জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর। অশোকবাবু এসজেডিএ-এর চেয়ারম্যান থাকাকালীন পুল তৈরি হয়। শিলিগুড়ির প্রথম মেয়র বিকাশ ঘোষের নামে নামকরণ করা হয়। মেয়র জানান, এমন নানা কারণে এই পুল তাঁর কাছে খুবই আবেগের। তাই তিনি এ নিয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। ছাদবিহীন পুলগুলিতে বর্ষার সময়ে সাঁতার বন্ধ রাখা হয়, নয়তো এক-দু’দিন পরপর জল বদলে দেওয়া হয়। শিলিগুড়ির পুলের ক্ষেত্রে সে নিয়ম না মানাতেই বিপত্তি বলে দাবি। পুল পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার তরফে অবশ্য এ দিনও দাবি করা হয়, পুলের জলে কোনও ছত্রাক নেই। সংস্থার তরফে জয়ন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘চেষ্টা করছি দ্রুত জল স্বাভাবিক করার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy