আগামী শনিবার আলিপুরদুয়ারে আসছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি: পিটিআই।
স্লগ ওভারে ভোটে ঝড় তুলতে শনিবার আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই অবস্থায় কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভাই মূল ভরসা আলিপুরদুয়ারে গেরুয়া শিবিরের৷ তাই রবিবার মোদীর সভায় জেলা থেকে যত বেশি সম্ভব লোক পাঠাতে মরিয়া বিজেপি৷
নির্বাচন ঘোষণার পরই রাজ্যের অন্য কেন্দ্রের সঙ্গে আলিপুরদুয়ারেও দলের প্রার্থীর নাম ঘোষণা করে দেয় তৃণমূল৷ কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা হতে দেরি হওয়ায় শুরুতে প্রচারে খুব বেশি ঝাঁঝ ছিলনা তৃণমূলের৷ একইভাবে দোলের দিন তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা হলেও ২৫ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা নিয়ে ব্যস্ত থাকেন বিজেপি প্রার্থীও৷
হাতে আর সময় না থাকায় এরপরই প্রচারে ঝড় তুলতে চান বিজেপির আলিপুরদুয়ারের নেতারা৷ ২৯ মার্চ শহরের প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তার আগেও জেলার বিভিন্ন জায়গা চষে বেড়ান দলের সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ কিন্তু রাজ্যের শাসক তৃণমূল ভোট যত এগিয়ে আসবে ততই প্রচারে ঝড় তোলার পাল্টা কৌশল নেয়৷ দিন তিনেক আগে আলিপুরদুয়ারে এসে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার জনসভা শেষ হতেই প্রতিদিন কোথাও রোড শো, তো কোথাও আবার জনসভা বা মিছিলে পায়ে হেঁটে ভোট প্রচার চালাচ্ছেন তৃণমূলের আলিপুরদুয়ারের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস৷ একেবারে স্লগ ওভাবে প্রচারে ঝড় তুলতে আগামী শনিবার আলিপুরদুয়ারে আসছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রের খবর, ওইদিন প্রথমে বারোবিশা ও তারপর কালচিনির সুবাসিনি চা বাগান এলাকায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ পরদিন, অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোচবিহারে জনসভার দিন ফালাকাটায় আরও একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
দু’দিনে মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা নিয়ে রীতিমতো উচ্ছ্বাস তৃমমূল শিবিরে৷ দলের জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গের মানুষের নাড়ির টান রয়েছে৷ প্রতি মাসে একবার করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসেন৷ এ বারও আলিপুরদুয়ারে এসে মানুষের হৃদয় ছুয়ে যাবেন উনি৷”
শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীকে এনে তৃণমূল ঝড় তৈরির কৌশল নিলেও, খানিকটা হলেও বিপাকে গেরুয়া শিবির৷ কারণ, শেষ মুহূর্তের প্রচারে মুখ্যমন্ত্রীকে টেক্কা দিতে তেমন কোন বড় নেতার নাম বিজেপির তালিকায় নেই৷ এই অবস্থায় কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভার উপরেই ভরসা রাখছেন দলের আলিপুরদুয়ারের নেতারা৷ বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘পাশের জেলা কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে৷ জেলার প্রতিটি ব্লক থেকেই তাঁরা প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন৷’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy