Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Lok Sabha Election 2019

বৃষ্টির মধ্যেই প্রচারে ঝড়

শেষ দিনের প্রচারে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছতে সকাল থেকেই মরিয়া ছিলেন যুযুধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পার্থ চক্রবর্তী
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১০:৪২
Share: Save:

মেঘলা আকাশ। মাঝেমধ্যেই বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। কিন্তু এ সবকে উপেক্ষা করে শেষ দিনের প্রচারে মঙ্গলবার সকাল হতেই একে অপরকে টেক্কা দিতে ময়দানে ঝাঁপালেন আলিপুরদুয়ারের কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থী ও নেতারা৷ বেলা বাড়তে আকাশ পরিষ্কার হতেই ঝাঁঝ বাড়ল প্রচারের। কোথাও ধামসা-মাদলের নাচ, কোথাও রোড-শো, কোথাও বা পিকআপ ভ্যান কিংবা টোটো বা অটোতে মাইক বেঁধে দাপিয়ে চলল প্রচার।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নির্বাচন। তাই মঙ্গলবার বিকেল পাঁচটাতেই শেষ হয়ে যায় প্রচার৷ এই অবস্থায় মঙ্গলবার শেষ দিনের প্রচারে এতটুকুও ঘাটতি রাখতে চাননি বিভিন্ন দলের প্রার্থীরা। এতটুকু যাতে সময় নষ্ট না হয়, সে জন্য ভোরের আলো ফুটতেই প্রার্থীরা যে যত তাড়াতাড়ি পেরেছেন, বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে। তবে পিছিয়ে ছিলেন দলের অন্য নেতা-কর্মীরাও।

মঙ্গলবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে ছয়লাপ ছিল আলিপুরদুয়ার শহর। সকালে শহরের দমকল কেন্দ্রের সামনে থেকে তৃণমূল প্রার্থী দশরথ তিরকের সমর্থনে একটি মিছিল বের করা হয়৷ উদ্যোক্তাদের তরফে মিছিলটিকে অরাজনৈতিক বলে দাবি করা হলেও, সেখানে তৃণমূলের বেশ কয়েক জন নেতা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালীন লোকশিল্পীদের গান ও ধামসা-মাদলের ছন্দ মানুষের নজর কাড়ে। ওই মিছিল চলাকালীনই পিক আপ ভ্যান থেকে শুরু করে অটো ও টোটোতে মাইক বেঁধে নিজেদের প্রার্থীর সমর্থনে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় জোর প্রচারে নেমে পড়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

শেষ দিনের প্রচারে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছতে সকাল থেকেই মরিয়া ছিলেন যুযুধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী। দশরথ প্রথমে যান বক্সিরহাটে। সেখান থেকে বানারগাট, বিন্নাগুড়ি, সিকিয়াঝোরা, বীরপাড়া হয়ে কামাখ্যাগুড়ি যান তিনি। কোথাও বাড়ি বাড়ি গিয়ে, তো কোথাও আবার দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে একাধিক রোড শো-তেও যোগ নেন তৃণমূল প্রার্থী৷

মঙ্গলবার সকাল থেকে মাদারিহাটের বিভিন্ন চা বাগানে প্রচারে ঝাঁপিয়ে পড়েন বিজেপি প্রার্থী জন। সেখান থেকে মাঝেরডাবরি, হ্যামিল্টনগঞ্জেও যান তিনি। মাদারিহাটে একটি রোড শো-তেও অংশ নেন বিজেপি প্রার্থী। অন্য দিকে এদিন সকালে রাজাভাতখাওয়া বনবস্তিতে গিয়ে নিজের প্রচার শুরু করেন বাম প্রার্থী মিলি ওরাঁও৷ এরপর একাধিক চা বাগানে যান তিনি৷ গাড়েপাড়া এলাকায় প্রচারের সময় বৃষ্টির মুখে পড়তে হয় বাম প্রার্থীকে।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 লোকসভা নির্বাচন ২০১৯ BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy