ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ডুয়ার্স থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। ডুয়ার্সের আকাশ পরিষ্কার হতেই উঁকি দিচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। সেই দৃশ্য উপভোগ করছেন সেখানকার বাসিন্দা এবং পর্যটকরা।
অক্টোবর মাসের শেষের দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে উত্তরবঙ্গের বেশকিছু জেলা থেকে। কিন্তু তার পর কুয়াশা এবং মেঘের কারণে আড়ালে চলে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। তবে আজ ভোর থেকে সেখানকার আকাশ মেঘমুক্ত। রোদও উঠেছে ঝলমলে। এতেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।
এই সময় প্রচুর পর্যটক ঘুরতে যান সেখানে। তাঁরা বিভিন্ন নদীর ধার এবং ফাঁকা জায়গা থেকে সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করছেন তাঁরা। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। এমনকি, লাটাগুড়ি এলাকা থেকেও দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গ। যার জেরে খুশি সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy