নিজস্ব চিত্র
চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা। আগের বছর লকডাউনের সময় দূষণের মাত্রা অত্যধিক কমে যাওয়ায় সমতলের বাসিন্দাদের চোখে ধরা দিয়েছিল হিমালয়ের সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। এ বারেও সেই ছবিটাই ফিরে এল। রবিবার ফের শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। আর সেই ছবি ভাইরাল হল নেটমাধ্যমে।
শিলিগুড়ির স্থানীয় মানুষেরা জানাচ্ছেন, এ এক অভিনব দৃশ্য। সবসময় হিমালয়ের দেখা মেলে না সমতল থেকে। গত বছর এক বার দেখা গিয়েছিল। এ বারে আবার ছুটির মরশুমের আগে দেখা গেল। মনে করা হচ্ছে, এ বারেও পর্যটকদের ভিড় হতে চলেছে উত্তরে।
কোভিডের কারণে দীর্ঘ দিন ধরেই উত্তরের পর্যটন শিল্পে টান পড়েছে। তবে সংক্রমণ কিছুটা কমায় অনেকেই ধীরে ধীরে বাড়ি ছেড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। পুজোর ছুটির মধ্যে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যে সেরে ফেলেছেন অনেকে। সেই যাত্রায় মূল আকর্ষণই কাঞ্চনজঙ্ঘা। এই ছবি সেই পরিস্থিতিতেই আশা জাগিয়ে তুলছে পর্যটকদের মনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy