প্রস্তুতি: শিলিগুড়িতে ডার্বি আসন্ন। জোরকদমে প্রস্তুতি চলছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। ছবি: বিশ্বরূপ বসাক
বিক্রি শুরুর আগেই ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে। আজ, সোমবার সকাল থেকেই ডার্বির টিকিট নিতে লাইনে দাঁড়াবেন উৎসাহীরা। সেই মতো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাউন্টারের সামনে পুলিশি নিরাপত্তা থাকছে। বাইরে থেকেও উৎসাহীরা অনেকে টিকিট কাটতে আসবেন। পাছে পরে সমস্যা হয় সে জন্য অনেকে আগে থেকেই টিকিট কেটে নিশ্চিত হতে চাইছেন। বেলা সাড়ে ১১টা থেকে টিকিট দেওয়া শুরু হবে।
রবিবার সন্ধ্যায় টিকিট নিয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তা মনোজ বর্মা কলকাতায় রওনা দিয়েছেন। সোমবার সকালেই কলকাতায় মোহনবাগান কর্তাদের হাতে টিকিট পৌঁছে দেবেন তিনি। মোহনবাগান পাঁচ হাজার টিকিট চাইলেও প্রথম দফায় দেড় হাজার টিকিট পাঠানো হচ্ছে। ইস্টবেঙ্গলের জন্য পাঠানো হচ্ছে এক হাজার টিকিট।
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ জানান, সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। ফের বিকেলে ৪টা থেকে ৬ টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাগুলোর তরফেও ইতিধ্যেই টিকিট চেয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা অন্তত ২০০ টিকিট চেয়েছে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থাও তাদের কত টিকিট লাগবে দুই একদিনেই জানিয়ে দেবে বলেছেন। দুই দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার তরফেও টিকিট চাওয়া হয়েছে।
মাঠ প্রস্তুতির কাজও চলছে পুরোদমে। এক দফায় ঘাস ছাঁটার কাজ হয়ে গিয়েছে। মাঠে জল দেওয়া হচ্ছে। ৬ এপ্রিল ফের ঘাস ছাঁটা হবে। সেদিন রোলারও চালানো হবে। আজ, সোমবার ম্যাচের দিন নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করতে ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা শিলিগুড়ি পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy